স্টাফ রিপোর্টার: নির্বাচনে কেউ তলোয়ার নিয়ে দাঁড়ালে প্রতিপক্ষকে রাইফেল নিয়ে দাঁড়ানোর বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এ বক্তব্যের জন্য তিনি অনুতপ্ত বলেও জানান। তার দাবি-উদ্দেশ্য নিয়ে তিনি এ বক্তব্য দেননি। কৌতুক করে কথার পিঠে এ কথা বলেছেন। তার দাবি গণমাধ্যমে বক্তব্যটি বিকৃত করা হয়েছে। মঙ্গলবার সংলাপের তৃতীয় দিনে ইসলামী ঐক্যজোট ও বাংলাদেশ খেলাফত মজলিসের সঙ্গে বৈঠকে সিইসি এসব কথা বলেন। এর আগে রোববার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে (এনডিএম) সংলাপে সিইসি বলেছিলেন, ‘সব দল সহযোগিতা না করলে আমরা সেখানে ব্যর্থ হয়ে যাবো। আপনাদের সমন্বিত প্রয়াস থাকবে, কেউ যদি তলোয়ার নিয়ে দাঁড়ায়, আপনাকে রাইফেল বা আরেকটি তলোয়ার নিয়ে দাঁড়াতে হবে। আপনি যদি দৌড় দেন, তাহলে আমি কী করবো?’
গতকাল মঙ্গলবার ইসলামী ঐক্যজোট (আইওজে), বাংলাদেশ খেলাফত মজলিস ও বাংলাদেশের সাম্যবাদী দলের (এমএল) সঙ্গে সংলাপ করেছে ইসি। এদিন সকালে বাংলাদেশ কল্যাণ পার্টির সঙ্গে সংলাপের সময় নির্ধারিত থাকলেও দলটি আসেনি। উপস্থিত হয়ে ইসলামী ঐক্যজোট (আইওজে) ১১টি, বাংলাদেশ খেলাফত মজলিস ১৫টি ও বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল) ৯টি সুপারিশ করেছে। সংলাপে সিইসি ও চার কমিশনার উপস্থিত ছিলেন। এ সময় সাম্যবাদী দল ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণের পক্ষে মত দিয়েছে।
ইসলামী ঐক্যজোটের চেয়ারমান মাওলানা আবুল হাসনাত আমিনীর নেতৃত্বে দলটির ১০ সদস্যের প্রতিনিধি সংলাপে অংশ নেন। এক পর্যায়ে এক নেতা ‘তলোয়ার নিয়ে এলে আপনারা রাইফেল নিয়ে দাঁড়াবেন’ সিইসিকে এ ধরনের বিতর্কিত বক্তব্য না দেওয়ার পরামর্শ দেন। ওই দলের সংলাপের সমাপনী বক্তব্যে সিইসি এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন। এনডিএম-এর সঙ্গে সংলাপে এ ধরনের একটি বক্তব্য উল্লেখ করে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আমার এক ভাই বলেছেন-একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। পরশু আমি বলেছিলাম যে, কেউ তলোয়ার নিয়ে এলে আপনারা রাইফেল নিয়ে দাঁড়াবেন। এটা আপনাদের বুঝতে হবে একজন প্রধান নির্বাচন কমিশনার এই কথাটি কখনো মিন (উদ্দেশ্য) করে বলতে পারেন না। আমি হয়তো অল্প শিক্ষিত। অল্প শিক্ষিত হলেও তারা এ ধরনের কথা বলতে পারেন না। ববি হাজ্জাজ সাহেবের কথার পিঠে আমি হেসে বলেছি তলোয়ার দেখালে আপনি একটি বন্দুক নিয়ে দাঁড়াবেন। এটা হচ্ছে কথার পিঠে কথা।’ তিনি বলেন, ‘আর যদি এটা আমি মিন করে বলতাম তাহলে প্রথম দিন থেকেই সবাইকে বলতাম আপনারা অস্ত্র সংগ্রহ করবেন। আপনারা অস্ত্র সংগ্রহ করে নিজেদের শক্তিশালী করুন।’