আন্দুলবাড়িয়া প্রতিনিধি: ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির উদ্যোগে করোনা সংক্রমণে নিরান্ন অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ৩টার দিকে জীবননগরের আন্দুলবাড়িয়া ফুটবল মাঠে এলাকার সাড়ে ৩শ দুস্থ, অসহায়, হতদরিদ্র নারী-পুরুষের মাঝে আনুষ্ঠানিকভাবে এ ত্রাণ বিতারণ করা হয়। তালিকাভুক্তদের মাঝে প্রতি প্যাকেটে ৫ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি আলু, এক লিটার সয়াবিন তেল, একটি সাবান ও একটি মাস্ক প্রদান করা হয়। এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শেখ শফিকুল ইসলাম মোক্তার, সাধারণ সম্পাদক শেখ মহিদুল ইসলাম মধু, সহসভাপতি মীর মকলেচুর রহমান টজো, বিশিষ্ট সমাজ সেবক মহাসীন আলী খান, প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক মির্জা হাকিবুর রহমান লিটন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুনসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও ক্রীড়াসংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এক প্রেস বিজ্ঞপ্তিতে ঢাকাস্থ চুয়াডাঙ্গা জেলা সমিতির সভাপতি কাজী সিরাজুল হক সিরাজ এবং সাধারণ সম্পাদক শাহারিয়া মাহমুদ লন্টু সুস্থ ও সুন্দর ত্রাণ বিতরণ করায় উপস্থিত সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ