স্টাফ রিপোর্টার: ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও আটজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকায় দু’জন এবং ঢাকার বাইরে ছয়জন মারা গেছেন। এ সময় ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৪০ জন। গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ৪৮৪ জন। নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩০ জন; ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে এক হাজার ৪১০ জন ভর্তি হয়েছেন।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬ হাজার ১৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ঢাকায় এক হাজার ৫৪৫ জন এবং অন্য জেলাগুলোয় ৪ হাজার ৪৭২ জন ভর্তি আছেন। চলতি বছর সারাদেশে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৩ হাজার ৫৭২ জন। এর মধ্যে ঢাকায় এক লাখ ৩ হাজার ৯০৮ জন ও ঢাকার বাইরে এক লাখ ৮৯ হাজার ৬৬৪ জন।
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.