স্টাফ রিপোর্টার: প্রাণঘাতী করোনাভাইরাস প্রতিরোধে টিকা নেয়ার ২৬ দিন পর আবারও করোনায় আক্রান্ত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। বর্তমানে তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে গত ৭ ফেব্রুয়ারি একই হাসপাতাল থেকে করোনার টিকা নেন চুয়াডাঙ্গার সন্তান ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (মিডিয়া) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘অসুস্থ বোধ করায় উনাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে নেয়া হয়েছিল। সেখানে পরীক্ষায় তার কোভিড পজেটিভ আসে।’
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় গতকাল বুধবার বলেন, ডিএমপি কমিশনার করোনায় আক্রান্ত হয়ে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি আছেন। তবে তিনি শারীরিকভাবে ভালো আছেন। অসুস্থ বোধ করার কারণে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে দেশব্যাপী আনন্দ উদযাপন অনুষ্ঠানেও উপস্থিত থাকতে পারেননি ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম। ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) ইফতেখায়রুল ইসলাম বলেন, ৬ মার্চ কিছুটা অসুস্থবোধ করায় তিনি হাসপাতালে ভর্তি হন। এখন তিনি ভালো আছেন। সবার কাছে দোয়া চেয়েছেন ডিএমপি কমিশনার।
করোনাভাইরাসের জন্য দেশব্যাপী টিকা নেয়া কার্যক্রমের প্রথম দিন ৭ ফেব্রুয়ারি মোহা. শফিকুল ইসলাম টিকার প্রথম ডোজ নেন। টিকা নেয়ার প্রায় মাসখানেকের মাথায় তিনি করোনায় আক্রান্ত হলেন। ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মোহা. শফিকুল ইসলাম চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মো. শওকত আলীর সন্তান। ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে ডিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
পুলিশ সদর দফতর সূত্র জানায়, মঙ্গলবার পর্যন্ত পুলিশের ১৯ হাজার ১১৪ জন করোনায় আক্রান্ত হন। এর মধ্যে পুলিশ সদস্য ১৬ হাজার ৫৮৯ জন ও র্যাব দুই হাজার ৫২৫ জন। ডিএমপির তিন হাজার ২১৫ জন সদস্য করোনায় আক্রান্ত হন। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পুলিশ-র্যাবের ৮৬ জন সদস্য মারা গেছেন। এর মধ্যে র্যাব সদস্য ছয়জন। পুলিশের আক্রান্ত সদস্যদের মধ্যে সুস্থ হয়েছেন ১৮ হাজার ৯৫৮ জন।
এছাড়া, আরও পড়ুনঃ