জীবননগর খয়েরহুদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিচারপতি কেএম হাফিজুল আলম
দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই
জীবননগর ব্যুরো: নিজ গ্রাম জীবননগর উপজেলার খয়েরহুদায় সংবর্ধিত হলেন চুয়াডাঙ্গার কৃতি সন্তান বাংলাদেশ সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বিভাগের বিচারপতি কেএম হাফিজুল আলম ওরফে স্বপন। গতকাল সোমবার বিকেলে খয়েরহুদা শিক্ষক ফোরামের পক্ষ হতে এ সংবর্ধনা প্রদান করা হয়।
খয়েরহুদা শিক্ষক ফোরামের কার্যালয়ে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে বিচারপতি কেএম হাফিজুল আলম বলেন, শিক্ষার দিক থেকে খয়েরহুদা গ্রাম অনেক এগিয়ে গেছে। শিক্ষার কোনো বিকল্প নেই। দেশ, সমাজ ও রাষ্ট্র গঠন করতে হলে সু-শিক্ষায় শিক্ষিত হওয়া জরুরি। শিক্ষার প্রসারে তিনি খয়েরহুদা গ্রামের স্কুলের মোধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের ঘোষণা দেন। এ সময় তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই।
খয়েরহুদা শিক্ষক ফোরামের সভাপতি সাবেক প্রধান শিক্ষক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিচারপতি পতœী অ্যাডভোকেট মৌলি মোর্শেদ মৌ, চুয়াডাঙ্গা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান, কুষ্টিয়া ইসলামী বিশ^বিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মনজুর রহমান আজাদ, মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আইনাল হক, একই সাবেক প্রধান শিক্ষক তোফাজ্জেল হোসেন। কাশেম আলী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নূরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলোয়াত করেন ছানোয়ার হোসেন এবং মানপত্র পাঠ করেন তামান্না জেবিন পুষ্পিতা।