জন্ম ও মৃত্যু নিবন্ধনের ভুল সংশোধনে নতুন নির্দেশনা

নিবন্ধনের তারিখের পরবর্তী ৯০ দিন পর্যন্ত নিবন্ধক ভুল সংশোধন করা যাবে

স্টাফ রিপোর্টার: জন্ম ও মৃত্যু নিবন্ধন সহজে সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। ব্যক্তির নাম, ঠিকানা ও ছোটখাটো ভুল সংশোধন সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ে সম্পন্ন হবে। মানুষের ভোগান্তি কমাতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। ফলে জনভোগান্তি অনেকাংশে কমে আসবে। সম্প্রতি রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় থেকে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), জেলা প্রশাসক (ডিসি), ক্যান্টনমেন্ট বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসারকে এ সংক্রান্ত চিঠি দেয়া হয়েছে।

পাঠানো চিঠিতে বলা হয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা অনুযায়ী নিবন্ধনের তারিখের পরবর্তী ৯০ দিন পর্যন্ত নিবন্ধক ভুল সংশোধন করতে পারেন। কিন্তু বর্তমান বিডিআরআইএস সফটওয়্যারে ব্যক্তির নাম, পিতা-মাতার নাম, ঠিকানা, সন্তানের ক্রম ও অন্য ছোটখাটো ভুল সংশোধনের জন্য ইউনিয়নের ক্ষেত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌরসভা, সিটি করপোরেশন ও ক্যান্টনমেন্ট বোর্ডের ক্ষেত্রে ডিডিএলজির মাধ্যমে সংশোধন করতে হয়। এটি সময়সাপেক্ষ বলে মনে হচ্ছে।

চিঠিতে আরও বলা হয়, জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধন প্রক্রিয়া সহজকরণে ব্যক্তির নাম, ঠিকানা ও ছোটখাটো ভুল সংশোধনে জনগণ যাতে ভোগান্তির শিকার না হন এজন্য এখন থেকে এসব ভুল সংশোধন সংশ্লিষ্ট নিবন্ধক কার্যালয়ই করতে পারবে। এ অবস্থায় নিবন্ধন কার্যালয়গুলোকে এ নির্দেশনা মোতাবেক কার্যক্রম গ্রহণে পরামর্শ দেয়ার জন্য চিঠি দিতে অনুরোধ করা হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More