ছয় ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি

স্টাফ রিপোর্টার: ছয়টি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকগুলো হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক। অধিকতর তদন্ত করে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে এসব ব্যাংকের চেয়ারম্যানদের বৈঠকে তাদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত হয়। গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে এই সভা অনুষ্ঠিত হয়। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা জানিয়েছেন, ‘ছয় ব্যাংকের এমডি ছুটিতে থাকবেন, এটা ছয় ব্যাংকের পর্ষদের সম্মিলিত সিদ্ধান্ত। এই ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক অ্যাসেট কোয়ালিটির রিভিউয়ের আওতায় আনবে। অডিট পরিচালনার পরিকল্পনা রয়েছে, সেখানে যেন ওনারা অযাচিত হস্তক্ষেপ করতে না পারেন। প্রক্রিয়াটা স্বচ্ছ রাখার জন্য এমডিদের সাময়িকভাবে ছুটিতে যেতে বলা হয়েছে। অডিটে যদি ওনারা (এমডি) কোনো অন্যায় কাজের সঙ্গে জড়িত নন প্রমাণ হয়, তাহলে যথারীতি এসে কাজে যোগ দেবেন।’ জানা গেছে, বেশ কয়েকটি ব্যাংকে আন্তর্জাতিক প্রতিষ্ঠানের মাধ্যমে নিবিড় অনুসন্ধান চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই ব্যাংকগুলো থেকে ঋণের নামে বিপুল পরিমাণ অর্থ নামে-বেনামে বের করে নিয়ে পাচার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ অর্থ এখন আর ব্যাংকে ফেরত আসছে না, ফলে খেলাপি ঋণের পরিমাণ বেড়ে চলছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More