চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে জেলা হত্যা দিবস পালিত
পলাতক খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করার আহ্বান
মাথাভাঙ্গা ডেস্ক: পলাতক খুনীদের ফিরিয়ে এনে শাস্তি কার্যকর এবং বঙ্গবন্ধু ও জেল হত্যাকা-ের সঠিক রহস্য উন্মোচনের দাবির মধ্য দিয়ে শোকাবহ পরিবেশে মঙ্গলবার চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ দেশজুড়ে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে জেলহত্যা দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং জাতীয় চার নেতার কবরে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে আওয়ামী লীগ, সহযোগী সংগঠন, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং পরিবারের সদস্যরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন জাতীয় চার নেতাকে। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সব কর্মসূচিই আয়েজিত হয়েছিলো সীমিত পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে। পঁচাত্তরের সাবেক উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন মনসুর আলী ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আবুল হাসনাত মোহাম্মদ কামারুজ্জামানের বর্বর হত্যাকা-ের স্মৃতির স্মরণার্থে প্রতিবছরের মতো এবারও বাঙালি জাতি শোক র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালন করেছে। জাতীয় চার নেতার পলাতক খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকর করার আহ্বান জানিয়ে আলোচনাসসভায় বক্তারা বলেন, ‘জেলখানার ভেতরে যারা জাতীয় চার নেতাকে হত্যা করেছে, তাদের অনেকের বিচারের রায় কার্যকর করা হয়েছে। বাকি খুনিদের ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানানো হয়।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে অন্তরীণ থাকাকালীন তার নির্দেশে মুক্তিযুদ্ধ পরিচালনা করে বিজয় ছিনিয়ে এনেছিলেন তারই ঘনিষ্ঠ সহচর এবং জাতীয় চারনেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এএইচএম কামারুজ্জামান। ১৯৭৫ এর ৩রা নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাতের আঁধারে বঙ্গবন্ধুর খুনীরাই তাদেরকে নির্মমভাবে হত্যা করে। কারাগারের নিরাপদ আশ্রয়ে থাকা অবস্থায় এমন নৃশংস ও বর্বরোচিত হত্যাকান্ড বিশ্ব ইতিহাসে নজিরবিহীন।
চুয়াডাঙ্গায় জেল হত্যা দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগের সকাল সাড়ে ৬টায় জাতীয় পতাকা ও দলীয় পতাকা অর্ধনমিত করা হয়। জাতীয় পতাকা অর্ধনমিত করেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। দলীয় পতাকা অর্ধনমিত করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, কালো পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান। পতাকা উত্তোলন পর্ব শেষে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে বিন¤্র শ্রদ্ধা ও মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদুজ্জামান লিটু, কোষাধক্ষ্য আলী রেজা সজল, যুব ও ক্রীড়া সম্পাদক আরশাদ আলী চন্দন, জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য পিপি অ্যাড. বেলাল হোসেন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিন হেলা, জাতীয় শ্রমিকলীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফজালুল হক, সাধারণ সম্পাদক রিপন মণ্ডল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল কাদের, রেজাউল করিম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুন্নাহার কাকলী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুকসানা ছন্দা, চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাজাদী মিলি, গরীব রুহানী মাসুম, চুয়াডাঙ্গা পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর সুলতান আরা রতœা, যুব মহিলা লীগের আহ্বায়ক আফরোজা পারভীন প্রমুখ। বিকেলে দলীয় কার্যালয়ে জাতীয় চার নেতা স্মরণে আলোচনা সভা ও দোয়া মহাফিল অনুষ্ঠিত হয়।
এদিকে চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে জেলহত্যা দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে জেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও বাদ জোহর দোয়া অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকন, জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম শাহান, মাফলুকাতুর রহমান সাজু, জহুরুল ইসলাম, খলিলুর রহমান, তপন কুমার, সিরাজুল ইসলাম, জেলা পরিষদের উপ-সহকারী প্রকৌশলী মো. রোকনুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা রমজান আলী, উচ্চমান সহকারী বেদানা খাতুন, অফিস সহকারী মোৗসুমী আক্তার ও সিএ জালাল উদ্দিনসহ জেলা পরিষদের সদস্যবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বাদ জোহর জেলা পরিষদ মসজিদে জাতীয় চার নেতার স্মরণে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ইমাম বায়েজিদ হুসাইন।
অপরদিকে, চুয়াডাঙ্গা জেলা যুবলীগের উদ্যোগে কার্যালয়ের সামনে সকাল ৬টায় জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা যুবলীগের আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার। পরে চার নেতার প্রতিকৃতিত্বে পুষ্প মাল্য অর্পণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, জেলা যুবলীগের সদস্য আজাদুল ইসলাম আজাদ, সাজ্জাদুল ইসলাম লাভলু, হাফিজুর রহমান হাপু, শরীফ হোসেন দুদু, যুবলীগ নেতা পিরু মিয়া, মাসুদুর রহমান মাসুম, শেখ সাহি, বিপ্লব হোসেন, রামিম হাসান সৈকত, শামিউল শেখ সুইট, দিপু বিশ্বাস, লোকমান, সজল, আশা, আলিম, ইমরান, বাচ্চুসহ জেলা যুবলীগের সকল সদস্যবৃন্দ।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় আ.লীগের উদ্যোগে জেল হত্যা দিবসের কর্মসূচি পালন করা হয়েছে। দিনটি উপলক্ষে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে মাল্যদান, মিলাদ মাহফিল ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় পৌর আ.লীগের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টুর উপস্থাপনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, সাবেক পৌর আ.লীগের সভাপতি আবু মুসা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা ছাত্রলীগের সভাপতি অ্যাড. সালমুন আহমেদ ডন, অ্যাড. মকলেছুর রহমান, পৌর আ.লীগের দফতর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, প্রচার সম্পাদক মিজানুর রহমান রিপন, সাংগঠনিক সম্পাদক আবু মুসা, বিশিষ্ঠ ব্যবসায়ী ও আ.লীগ নেতা আমিনুল ইসলাম অপু, পৌর আ.লীগ নেতা মহসিন কামাল, ওয়ার্ড আ.লীগের সভাপতি সম্পাদকের মধ্যে সোনাউল্লাহ, কামাল হোসেন, জাহাঙ্গীর হোসেন, খন্দকার মজিবুল ইসলাম, জহুরুল ইসলাম স্বপন, দীনেশ কুমার, পরিমল কুমার ঘোষ, মিজানুর রহমান, সিরাজুল ইসলাম লাভলু, দেলোয়ার হোসেন, আক্তারুজ্জামান, আসমান মালিথা, দেলোয়ার মোল্লা, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান, ছাত্রলীগ নেতা সাকিব, রকি, সজীব, টিটন, অভি, শিহাব, অটাল প্রমুখ। সন্ধ্যায় পৌর আ.লীগের উদ্যোগে দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন আলমডাঙ্গা বড় মসজিদের ঈমাম মামুনুর রহমান।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় দিবসটি পালনে দর্শনা পৌর আ.লীগের আয়োজনে সকাল ৮ টার দিকে পৌর আ.লীগের কার্যালয়ে জাতীয়, দলীয় ও শোক পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানসহ জাতীয় চারনেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহম্মেদ, এএইচএম কামরুজ্জামান ও ক্যাপ্টেন মুনসুর আলীর প্রতৃকিতে পুস্পমাল্য অর্পন করা হয়। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে স্মরণসভা ও দোয়া মাহফিল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন, চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক মাহফুজুর রহমান মঞ্জু, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আ.লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, হাজি জয়নাল আবেদীন, হাজি এরশাদ আলী, গোলাম ফারুক আরিফ, দাউদ হোসেন, চান্দু মাস্টার, আ. খালেক, আ. হাকিম। আজাদ হোসেন, বিল্লাল হোসেন, দর্শনা পৌর আ. লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম, দামুড়হুদা উপজেলা যুবলীগের সভাপতি আ. হান্নান ছোট, সহ-সভাপতি সোলায়মান কবির, সহ-সম্পাদক আ. মান্নান খান, দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা, হবা জোয়ার্দ্দার, মামুন শাহ, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিক, দর্শনা পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম ববি, কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, লোমান, রিপন, অপু সরকার, মিল্লাত প্রমুখ।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগরে জেল হত্যা দিবস পালন করা হয়েছে। জেল হত্যা দিবস উপলক্ষে জীবননগর উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পতাকা উত্তোলন, আলোচনা সভা ও মিলাদ মহাফিল অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোশাররফ হোসেন মিয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মো. নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ অমল, উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নাসির উদ্দীন, মনোহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. গোলাম রসুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী সামসুর রহমান চঞ্চল প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, নানা আয়োজনে মেহেরপুরে জাতীয় ৪ নেতার জেলহত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মেহেরপুরে জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপির মেহেরপুরস্থ বাসভবনের সামনে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সম্পাদক অ্যাড. এসএম ইব্রাহীম শাহীন, কেন্দ্রীয় মহিলা আ.লীগের সদস্য শামীম আরা হীরা, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুলসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। একই দিন বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনাসভায় জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অনলাইনে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি। জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক শাশ্বত নিপ্পন চক্রবর্তীর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, যুগ্ম-সম্পাদক অ্যাড. এসএম ইব্রাহীম শাহীন, দফতর সম্পাদক মোখলেছুর রহমান খোকন, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহজামাল, পিরোজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সালাম, মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোমিনুল ইসলাম মোমিন, মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সভাপতি সামিউন বাসিরা পলি, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন আহমেদ প্রমুখ। পরে সেখানে জেলহত্যা দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এদিকে দিনটি পালন উপলক্ষে মেহেরপুর শহর আওয়ামী লীগের আয়োজনে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এদিন দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে শহর আওয়ামী লীগের সভাপতি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলামের সভাপতিত্বে আলাচনাসভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মো. গোলাম রসুল, জেলা পরিষদের সাবেক প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্কাস আলী, পৌর কাউন্সিলর নুরুল আশরাফ রাজিব, আওয়ামী লীগের সভাপতি হামিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রেজা, যুবলীগ নেতা জসিউর রহমান বকুল, জেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক জুয়েল রানা প্রমুখ। পরে সেখানে দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনাসভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ’৭৫ এর ১৫ আগস্ট স্বপরিবারে হত্যার পর জাতির ইতিহাসে এটি দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায়। সভায় বাংলাদেশের রাজনীতিতে জাতীয় চার নেতার অবদান ও তাদের আত্মত্যাগের কথা তুলে ধরা হয়। পরে সেখানে জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
জেল হত্যা দিবসে মেহেরপুর জেলা যুবলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এদিন বিকেলে পৌর অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা যুবলীগের আহ্বায়ক ও পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশানের সঞ্চালনায় বক্তব্য রাখেন-সাবেক ছাত্রনেতা হাসানুজ্জামান হিলন, জেলা যুবলীগের সদস্য মাহাবুব হাসান ডালিম, সাজেদুর রহমান সাজু, ইয়ানুস আলী, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান অপু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, আমঝুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি চমন, কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি হাজি সাইফুল ইসলামসহ জেলা যুবলীগ ও ইউনিয়ন যুবলীগ প্রধানরা। এ সময় জেলা যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এছাড়া জেল হত্যা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনাসভার অয়োজন করা হয়। এদিন দুপুরের দিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আরিফুল এনাম বকুলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক মতিয়ার রহমান মতিন, শহর সম্পাদক ইবনে মামুন, মুজিবনগর উপজেলা সম্পাদক শাহ মোঃ আরিফ, স্বেচ্ছাসেবক লীগের নেতা আরিফুর রহমান, মাহবুবুর রহমান, দেলোয়ার হোসেন, মোস্তাফিজুর রহমান প্রমুখ।
জেল হত্যা দিবস উপলক্ষে মেহেরপুর জেলা তাঁতীলীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠসহ চর ও মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার প্রতি গভীর শ্রদ্ধা ও তাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এদিন সন্ধ্যায় শহরের কাঁথুলী সড়কে জেলা তাঁতীলীগের প্রধান কার্যালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা তাঁতীলীগের সভাপতি নুর ইসলাম সুবাদ। জেলা তাঁতীলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা তাঁতীলীগের সদস্য আতাউর রহমান, সদর উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান, গাংনী উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক মনিরুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক আব্দুল মজিদ, মুজিবনগর উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক প্রবীর শেখসহ জেলা তাঁতীলীগের সকল ইউনিটের ইউনিট প্রধানরা উপস্থিত ছিলেন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।
এদিকে মেহেরপুরে জেল হত্যা দিবস উপলক্ষে জাতীয় মহিলা সংস্থার উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এদিন দুপুরে জেলা জাতীয় মহিলা সংস্থার বামনপাড়াস্থ কার্যালয় মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান কেন্দ্রীয় মহিলা আওয়াামী লীগের সদস্য শামীম আরা হীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা হাফিজুর রহমানসহ সংস্থার অন্যান্য কর্মকর্তাগণ। আলাচনা সভায় বক্তারা বাংলাদেশের রাজনীতিতে জাতীয় চার নেতার অবদান ও তাদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। পরে সেখানে জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
গাংনী প্রতিনিধি জানিয়েছে, ৩ নভেম্বর একটি কলঙ্কজনক দিন বলে আখ্যায়িত করলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক। জেল হত্যা দিবস পালনে মঙ্গলবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণার সাথে সাথে তার বাসভবন থেকে পাক সেনারা গ্রেফতার করে পাকিস্তানের কারাগারে নিয়ে যায়। তখন জাতির পিতার অবর্তমানে তার নির্দেশনায় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজ উদ্দীন আহম্মেদ, ক্যাপ্টেন এম মুনছুর আলী ও কামরুজ্জামান নেতৃত্ব দিয়েছিলেন। মুজিবনগরে তারা বাংলাদেশের প্রথম সরকারে শপথ নিয়েছিলেন। মুক্তিযুদ্ধ ও স্বাধীনতায় তাদের অত্যান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জাতীয় চার নেতা আপোষহীন ছিলেন উল্লেখ করে এমএ খালেক বলেন, জাতির পিতাকে হত্যার পর খুনিরা মসনদে বসেছিলো। সেখানে এই চার নেতাকেও আমন্ত্রণ জানানো হয়েছিলো। কিন্তু তারা ক্ষমতার লোভে না পড়ে বঙ্গবন্ধুর হত্যাকা-ের বিচারের দাবিতে অনড় ছিলেন। তাদেরকে দমাতে না পেরে অবশেষে কারাগারে নিক্ষেপ করা হয়েছিলো। আপোষহীন চার নেতাকে এক পর্যায়ে জেলখানাতে হত্যা করে আরেকটি কালো অধ্যয় রচনা করেছিলো স্বাধীনতা বিরোধী অপশক্তি। জাতির পিতা ও জাতীয় চার নেতা আদর্শে জীবন গড়তে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠানে ত্যাগী অনেক নেতাকর্মীদের উপস্থিতি সকলকেই উজ্জিবীত করেছে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন এমএ খালেক। এমএ খালেকের গাংনীস্থ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আ.লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাবেক পৌর মেয়র ও আ.লীগ নেতা আহম্মেদ আলী, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, ছাবেক ছাত্রনেতা ইসমাইল হোসেন, সাহিদুজ্জামান সিপু ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তোহিদুল ইসলাম ও পৌর ছাত্রলীগ সভাপতি ইমরান হাবীব। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক শফি কামাল পলাশ। আলোচনা সভার আগে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবুর নেতৃত্বে একটি শোক শোভাযাত্রা গাংনী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মুজিবনগর প্রতিনিধি জানিয়েছেন, জেলহত্যা দিবস উপলক্ষে মুজিবনগরে জাতীয় চার নেতার স্মরণে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মুজিবনগর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আমাম হোসেন মিলুর নেতৃত্বে মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, সদস্য রফিকুল ইসলাম তোতা, দারিয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, দারিয়াপুর ইউপি আ.লীগের সভাপতি মোস্তাকিম হক খোকন কমান্ডার, বাগোয়ান ইউনিয়ন আ.লীগের সভাপতি মুজিবর রহমান মধু বিশ্বাস, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দীন লাভলু, সাধারণ সম্পাদক শেখ সাকিব, স্বেচ্ছাসেকব লীগের সহসভাপতি মতিউর রহমান মতিন, তাঁতিলীগের আহ্বায়ক প্রবির শেখসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সেখানে উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন রশষে জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা করা হয়।