স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা পরিষদের অর্থায়নে করোনা ভাইরাস কোভিড-১৯ মোকাবেলায় অসহায় ও দু:স্থ ৪ হাজার ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেল তিনটায় জেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ ইয়াহ ইয়া খান।জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীনের নির্দেশনায় জেলার চার উপজেলার ৪ হাজার ৩০০ অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। এসময় প্রতিটি পরিবারের মাঝে ৫ কেজি চাল, ডাল ৫০০ গ্রাম, আলু ২ কেজি, সোয়াবিন তেল ৫০০ গ্রাম ও পেঁয়াজ ৫০০ গ্রাম । বিতরণকালে জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম সাহান, খলিলুর রহমান, মাহবুবুর রহমান মোল্লা, জহুরুল ইসলাম, নুরুন্নাহার কাকলী ও কাজল রেখা, সহকারী প্রকৌশলী মো: রোকনুজ্জামান এবং গোপণীয় সহকারী জালাল উদ্দিনসহ জেলা পরিষদের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ