চুয়াডাঙ্গায় স্বাস্থ্যকর্মী ও আইসোলেশনসহ সকল রোগীর মাঝে জেলা প্রশাসনের ইফতার সামগ্রী উপহার 

 

স্টাফ রিপোর্টার: পবিত্র রমজান মাসে করোনা সংক্রান্ত দুর্যোগ পরিস্থিতি মোকাবেলায় সম্মুখযোদ্ধা চিকিৎসাসেবার সাথে জড়িতদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসন। করোনাভাইরাসে আক্রান্তদের সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, ওয়ার্ডবয়, আয়াসহ যারা চিকিৎসা কাজে নিয়োজিত স্বাস্থ্যকর্মী, করোনায় আক্রান্ত হয়ে যারা হাসপাতালে আইসোলেশন রয়েছেন এবং হাসপাতালে ভর্তি সকল রোগীর মাঝে ইফতার সামগ্রী উপহার দেয়া হয়েছে। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের নির্দেশনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল শনিবার সদর হাসপাতালে ইফতার সামগ্রী উপহার পৌঁছে দেয়া হয়। এসময় জেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান। হাসপাতাল প্রশাসনের পক্ষে এ সামগ্রী গ্রহণ করেন হাসপাতালের আবাসিক মেডিকেল আফসার (আরএমও) ডা. শামীম কবির।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More