চুয়াডাঙ্গায় শিক্ষা প্রতিষ্ঠানের বেতনাদি মওকুফের দাবিতে ছাত্রদলের উদ্যোগে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান
স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গায় সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বেতনাদি মওকুফের দাবিতে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে। আজ রোববার দুপুরে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের কাছে স্মারকলিপিটি তুলে দেয়া হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি শাহজাহান খান ও সাধালন সম্পাদক মোমিনুর রহমান মোমিন স্বাক্ষরিত দাবিনামাটি এসময় জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে আরো বলা হয়েছে, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং স্কুল ও কলেজ পর্যায়ে টেলিভিশন, অনলাইনে কিছুটা কার্যক্রম চালু থাকলেও সেটি সবার কাছে পৌঁছাচ্ছে না। তাই সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজে এই মুহুুর্তে অনলাইন ভিত্তিক ক্লাস, ভর্তি পরীক্ষা স্থগিত রাখার জোর দাবি জানিয়েছে।