তাপমাত্রা কমে জেঁকে বসতে পারে শীত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বেড়েছে কুয়াশার তীব্রতা। বিশেষ করে ভোরে কুয়াশার আধিক্য আরও বাড়ে। রাত থেকে শুরু করে দিনের অধিকাংশ সময়েই কুয়াশায় ঢাকা পড়ছে চারপাশ। শীতের এই তীব্রতাকে আরও বাড়িয়ে দিয়েছে হিমেল হাওয়া। গতকাল রোববার চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিন বেলা ১১টার পর থেকে সূর্যের দেখা মিললেও নেই কোনো উত্তাপ। প্রধান প্রধান সড়কে হেডলাইট জ্বালিয়ে ধীরগতিতে যান চলাচল করতে দেখা গেছে। কুয়াশায় দৃষ্টিসীমা ৪০০ থেকে ৫০০ মিটারের মধ্যে ছিল বলে জানান চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অফিস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান জানান, রোববার সকাল ৬টা পর্যন্ত চুয়াডাঙ্গার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, এ সময় বাতাসের আদ্রতা ছিলো ১০০ শতাংশ। এরপর তাপমাত্রা আরও কিছুটা কমে সকাল ৯টা পর্যন্ত রেকর্ড করা হয় ১৫ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আদ্রতা ছিলো ৯৮ শতাংশ। এর আগে রোববার চুয়াডাঙ্গা জেলার এই মরসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরও জানান, গত কয়েক দিন মেঘ থাকার কারণে তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে। আরও ২/১দিন এমন তাপমাত্রা থাকতে পারে, তারপর আবার কমতে থাকবে।
সারাদেশে রাতের তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল রোববার সকালে দেয়া ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে। দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়া পর্যবেক্ষণাগারে। দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় নওগাঁর বদলগাছী পর্যবেক্ষণাগারে ১২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ১৫ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ২ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়ার সংক্ষিপ্তসারে বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মরসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, এ সময়ে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সোমবার সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় এবং উত্তরাঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ সময়ে সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার অবস্থায় বলা হয়েছে, এ সময়ে তাপমাত্রা হ্রাস পেতে পারে।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.