দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলা লোকমোর্চার মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় দামুড়হুদা প্রেসক্লাবের অস্থায়ী ভবনে এ মতবিনিময় সভা হয়। সভার শুরুতেই দামুড়হুদা উপজেলা লোকমোর্চার সাবেক সভাপতি প্রয়াত মোহাম্মদ আলী শাহ্ মিন্টুর প্রতি গভীর শ্রদ্ধা রেখে তাকে স্বরণে তার আত্মার মাগফেরাত কামনা করা হয়। এ সময় দামুড়হুদা উপজেলা লোকমোর্চার নেতৃবৃন্দের বক্তবের মাধ্যমে বার বার প্রয়াত মোহাম্মদ আলী শাহ মিন্টু না থাকার শুণ্যতার কথা উঠে আসে। দামুড়হুদা উপজেলা লোকমোর্চার ভারপ্রাপ্ত সভাপতি রহমত উল্লাহর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা লোকমোর্চার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সহ-সভাপতি সেলিনা আক্তার, সহ-সম্পাদক আশরাফুল হক, দামুড়হুদা উপজেলা লোকমোর্চার সদস্য দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা লোকমোর্চার সদস্য ইউনুচ আলী, লিয়াকত আলী জোয়াদ্দার, হেলাল উদ্দীন, শওকত আলী, টিপু সুলতান শাহ, সামসুল আলম, লোকমোর্চার কর্মী এসএম জাহিদ হাসান (শাহ্), দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, সাবেক সভাপতি হানিফ ম-ল, ইকরামুল হক পিপুল, সাংবাদিক মিরাজুল ইসলাম মিরাজ, মোজাম্মেল হক প্রমুখ। মতবিনিময় সভায় কিভাবে দামুড়হুদা উপজেলা লোকমোর্চার কার্যক্রমের প্রসার করা যায় সে লক্ষ্যে বিস্তর আলোচনা হয়। এছাড়াও দামুড়হুদা উপজেলা লোকমোর্চার একটি স্থায়ী ঠিকানা (কার্যালয়) নির্ধারণেও সিদ্ধান্ত হয়। এসময় সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে দামুড়হুদা উপজেলা লোকমোর্চার কার্যাবলীর গতিবৃদ্ধির লক্ষে এসএম জাহিদ হাসান শাহ্কে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি পর্যবেক্ষণ কমিটি গঠন করা হয়। মতবিনিময় সভার সার্বিক তত্বাবধানে ছিলেন চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সচিব কানিজ সুলতানা ও দামুড়হুদা উপজেলা লোকমোর্চার সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ।