করোনা ভাইরাস সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় চলমান পূর্বের সকল বিধিনিষেধ ও কার্যক্রমের ধারাবাহিকতায় বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রবিবার উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়।
আজ ১৬ মে মধ্যরাত থেকে বাড়িয়ে আগামী ২৩ মে মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধ আরোপ করা হয়।