চলমান পরিস্থিতি নিয়ে মুখ খুললেন আজহারী

স্টাফ রিপোর্টার: ছাত্র-জনতার রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের ছয় মাস পর ফের সক্রিয় রাজনীতিতে ফেরার মরিয়া চেষ্টা করছে পতিত আওয়ামী লীগ সরকার। সেই লক্ষ্যে বুধবার ছাত্র সমাজের উদ্দেশে ভাষণ দেন ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এর পরপরই তীব্র ক্ষোভে ফেটে পড়ে ছাত্র-জনতা। বিক্ষুব্ধ ছাত্র-জনতা ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাসভবনসহ দেশের বিভিন্ন স্থানে পতিত আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের বাড়ি, শেখ মুজিবের ম্যুরাল এবং মুজিব পরিবারের সদস্যদের নামসম্বলিত ফলক ভাঙচুর শুরু করে। এমন পরিস্থিতিতে অন্তর্র্বতী সরকার থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দলও প্রতিক্রিয়া দেখিয়েছে। তারা প্রায় সবাই এ ধরনের ঘটনা উসকে দেওয়ার জন্য আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে দায়ী করেছে। পাশাপাশি সবাইকে শান্ত থাকারও আহ্বান করা হয়েছে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More