কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফাইতপুর এলাকায় দুখু মিয়া নামে এক কৃষকের বাড়িতে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। এতে বসত ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা সোনিয়া (৮) ও শর্মিলা (২) নামে তার দুই কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার রিফাইতপুর ইউনিয়নের দিঘলকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
দৌলতপুর থানার ওসি মজিবুর রহমান জানান, বিকেলে ওই এলাকার দুখু মিয়ার স্ত্রী রান্না করছিলেন। এমন সময় রান্নাঘরে আগুন লেগে যায়। পরে সেই আগুন দ্রুত রান্না ঘর থেকে বসতঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরে দুখু মিয়ার দুই মেয়ে ঘুমিয়ে ছিলো। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। কিন্তু তার আগেই আগুনে পুড়ে মারা যায় সোনিয়া ও শর্মিলা। এছাড়া ভষ্মিভূত হয়েছে দুটি ঘর। পরে নিহত দুই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।