গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ৬ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে আকুবপুর চেকপোস্টে মোটরসাইকেলে গন্তব্যে যাওয়ার সময় তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেফতারকৃত দুজন মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ। তারা রাজবাড়ীর গোয়ালন্দঘাট এলাকার ইদ্রিস মৃধা (২৮) ও কনা হিজরা (২৭)।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবাইদুর রহমান জানান, মোটরসাইকেলযোগে স্কুল ব্যাগে গাঁজা বহন করে গন্তব্যে যাচ্ছিলেন ইদ্রিস মৃধা ও কনা হিজরা। খবর পেয়ে গাংনী থানা পুলিশের একটি দল আকুবপুর চেকপোস্ট এলাকায় অবস্থান নেয়। মোটর সাইকেল তল্লাশি করে তাদের কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার পূর্বক গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ইদ্রিস ও কনার নামে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গা শহরের কর্মহীন হয়ে পড়া মানুষগুলো বাসা ছেড়ে ফিরছেন গ্রামে
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ