স্টাফ রিপোর্টার: সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ে চূড়ান্ত আন্দোলনের শেষ ধাপের কর্মসূচির রোডম্যাপ চূড়ান্ত করছে বিএনপি। এর অংশ হিসাবে ১১ আগস্ট শুক্রবার গণমিছিলের মধ্য দিয়ে শুরু হতে পারে যুগপৎ আন্দোলন। শুধু ঢাকাতেই হবে এ কর্মসূচি। দেশের কোথাও কোথাও বন্যা হওয়ায় এবং অতিবৃষ্টিতে জলাবদ্ধতার কারণে রাজধানীর বাইরে কর্মসূচি দেয়া হবে না। সোমবার রাতে স্থায়ী কমিটির বৈঠকে এমন আলোচনা হয় বলে জানা গেছে। ২৯ জুলাই ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি কম ও সমন্বয়হীনতার বিষয়টি নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। এ নিয়ে কেউ কেউ কিছুটা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ওইদিন দলের সাংগঠনিক দুর্বলতার চিত্রই ফুটে উঠেছে। তাই আগামীদিনের কর্মসূচি প্রণয়ন ও তা বাস্তবায়নে সমন্বয়ের ওপর জোর দেয়া উচিত। পরে একদফা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বয় করে কর্মসূচি প্রস্তুতির সিদ্ধান্ত হয়। বৈঠক সূত্রে জানা গেছে এসব তথ্য। নতুন কর্মসূচি প্রসঙ্গে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একদফার যুগপৎ আন্দোলনের নতুন কর্মসূচি শিগগিরই ঘোষণা করা হবে। ঢাকার প্রবেশপথে লোকসমাগম বেশি হয়নি বলে প্রচারণা আছে-এ প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, এর সঙ্গে আমি একমত নই। কর্মসূচিতে আমাদের হাজার হাজার, লাখো নেতা-কর্মী উপস্থিত ছিল। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ ও সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি হয়েছে। জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, একদফা আন্দোলনের নতুন কর্মসূচি নিয়ে আমাদের মধ্যে আলোচনা হয়েছে। এ ব্যাপারে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে পয়েন্ট আকারে কিছু প্রস্তাব তুলে ধরেছি। সবার মতামতের ভিত্তিতে শিগগিরই নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। ঢাকায় মহাসমাবেশ সফলভাবে শেষ করে বিএনপি। পরদিন (২৯ জুলাই) ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত সারা দেশ থেকে আসা নেতাকর্মীদের ঢাকায় থাকতে নির্দেশ দেয়া হয়েছিল। কিন্তু অবস্থান কর্মসূচিতে নেতাকর্মীদের উপস্থিতি তেমনটা দেখা যায়নি। সকাল থেকে নির্দিষ্ট স্পটগুলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা নিয়ন্ত্রণে নেয়। পরে বিএনপি নেতাকর্মীরা প্রবেশপথগুলোয় অবস্থান নিতে গেলে তাদের বাধার মুখে পড়ে। শুরু হয় সংঘর্ষ। ধাওয়া-পালটাধাওয়া, ভাংচুর ও বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতাসীনদের বাধায় পিছু হটে বিএনপি নেতাকর্মীরা। হামলার প্রতিবাদে দেশের সব মহানগর ও জেলায় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হলেও একদফার কোনো কর্মসূচি ঘোষণা করেনি। নতুন কর্মসূচি চূড়ান্ত করতে কয়েক দিন আগে সমমনা দলগুলোর সঙ্গে সিরিজ বৈঠক করে বিএনপির দায়িত্বপ্রাপ্ত নেতারা। এসব বৈঠকেও ২৯ জুলাই ঢাকার প্রবেশপথে অবস্থান কর্মসূচি নিয়ে শরিকদের কেউ কেউ প্রশ্ন তোলেন। সবার সঙ্গে আলোচনা ছাড়াই কর্মসূচি দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। ভবিষ্যতে একদফার ভিত্তিতে কর্মসূচি প্রণয়নে বিএনপিকে আরও কৌশলী হওয়ার পরামর্শ দেন। আপাতত ঢাকায় সভা-সমাবেশ, অবস্থান ও পদযাত্রার মতো কর্মসূচি দিয়ে চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার পক্ষে মতামত দিয়েছেন শরিকরা। তারা জানান, আন্দোলন দমাতে হামলা-মামলা ও দমনপীড়নের মাত্রা আরও বাড়তে পারে। তখন পরিস্থিতি বিবেচনায় হঠাৎ করে কর্মসূচি পরিবর্তন করা যেতে পারে।