ক্ষতির ভয়ে বাস ছাড়ছে না চুয়াডাঙ্গার তিন রুটের মালিকরা

ঢিলেঢালা অবরোধ : আওয়ামী লীগের নেতাকর্মীদের দখলে মাঠ

স্টাফ রিপোর্টার: বিএনপির ডাকা তৃতীয় দফা অবরোধের প্রথম দিনে চুয়াডাঙ্গায় শহরের আগের মতো ঢিলেঢালা অবরোধ পালিত হলেও আন্তঃজেলা পাঁচটি রুটের মধ্যে তিন রুটেই বাস না চলছে। ফলে শহরের চিত্র স্বাভাবিক থাকলেও ভোগান্তিতে পড়েছেন আন্তঃজেলা রুটের যাত্রী সাধারণ। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা-কুষ্টিয়া, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা-মেহেরপুর রুটের যাত্রীদের ভোগান্তি দেখা গেছে। তবে বিএনপি বা সমমনা রাজনৈতিক দলগুলোকে মাঠে দেখা না গেলেও চুয়াডাঙ্গা শহরসহ জেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনগুলো অবরোধ বিরোধী বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
সরেজমিনে দেখা গেছে, চুয়াডাঙ্গা শহরের বড় বাজার শহীদ হাসান চত্বরে জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা অবস্থান করে ছিলেন। কোর্ট মোড়ে অবস্থান নিতে গেছে জেলা ছাত্রলীগের। চুয়াডাঙ্গার আন্তঃজেলা ৫টি রুটের মধ্যে তিনটি রুটেই বাস চলাচল নেই। ফলে অনেকটাই ভোগান্তিতে পড়েন যাত্রীরা। চুয়াডাঙ্গা থেকে হাসাদহ রুটে স্বাভাবিক নিয়মে আঞ্চলিক বাস চলাচল করেছে। ইজিবাইক ও পাখিভ্যানসহ শহরের যান চলাচল মোটামুটি স্বাভাবিক দেখা গেছে। চুয়াডাঙ্গা বড় বাজার অনান্য দিনের মতোই স্বাভাবিক ছিলো। চুয়াডাঙ্গা শহরের পুরাতন হাসপাতাল রোড, কোর্ট রোড, বড় বাজার, কলেজ রোডসহ শহরের সবকটি সড়কেই স্বাভাবিক দিনের মতো মানুষের চলাচল ছিলো স্বাভাবিক।
ভোগান্তি দেখা গেছে চুয়াডাঙ্গা-মেহেরপুর, চুয়াডাঙ্গা-ঝিনাইদহ, চুয়াডাঙ্গা-কুষ্টিয়া রুটের যাত্রীদের। নাম প্রকাশে অনইচ্ছুক কয়েকজন পরিবহন মালিক জানিয়েছেন, যেহেতু অবরোধে কোনো ক্ষতি হলে, সরকার ক্ষতিপূরণ দেয়ার বিষয়ে এখনো কিছু জানায়নি, তাই মালিকরা বাস চালাচ্ছেন না।
চুয়াডাঙ্গা জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন মুক্তা বলেন, চুয়াডাঙ্গার দুটি রুটে নিয়মিত বাস চলছে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রমাসন নিয়মিত সহযাগিতা করছে।
চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক মাহামুদ হাসান খান বাবু ও সদস্য সচিব শরীফুজ্জামান শরীফ এক যৌথ বিবৃতিতে দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের নিন্দা জানিয়েছেন। তারা গ্রেপ্তার বন্ধেরও দাবি জানিয়েছেন।
চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাসের উদ্যোগে প্রতিবাদ মিছিল, শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে আলমডাঙ্গা উপজেলার আসমানখালী বাজারে এ প্রতিবাদ মিছিল করে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপি-জামায়াত কর্তৃক ঢাকায় পুলিশ হত্যা, অগ্নিসংযোগ, সন্ত্রাস, নৈরাজ্য, প্রধান বিচারপতির বাসভবনে হামলা-ভাঙচুর, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ষড়যন্ত্র ও অপতৎপরতা বিরুদ্ধে প্রতিবাদ করেন নেতৃবৃন্দরা। প্রতিবাদ মিছিলটিতে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আসাদুল হক বিশ্বাস। প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন জেলা শ্রমিক লীগের যুগ্মসাধারণ সম্পাদক গোলাম সারোয়ার, সহ-সভাপতি সেলিম মল্লিক, জেলা কৃষক লীগের দপ্তর সম্পাদক রাকিব আহম্মেদ জনি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য আব্দুল আলিম, পৌর কৃষক লীগের যুগ্মআহ্বায়ক তারিক আজিজ নয়ন প্রমুখ। এছাড়াও আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষেরা এই মিছিলে অংশ নেয়।
এদিকে, বিএনপি-জামায়াতের ডাকা তৃতীয় দফা অবরোধের প্রতিবাদ জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা স্বেচ্ছাসেবক লীগ। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃত্বে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শহীদ হাচান চত্বর, কেদারগঞ্জ নতুন বাজার, হাটকালুগঞ্জ ভিমরুল্লা, সাতগাড়ি করিমন স্টান্ড স্বেচ্ছাসেবক লীগের কর্মী ও কোর্ট মোড়ে ছাত্রলীগের নেতাকর্মীরা দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন। দুপুর ১২টায় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহম্মেদ ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজের নেতৃত্বে স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের নিয়ে একটি বিশাল মোটরসাইকেল শোডাউন সেøাগানে সেøাগানে মুখরিত করে শহরের প্রধান প্রধান সড়ক। পরে, চুয়াডাঙ্গা কোর্ট মোড় ডাকবাংলার সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সৈয়দ ফরিদ আহম্মেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজের পরিচালনায় বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর মাফিজুর রহমান মাফি। এ সময় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য আব্দুর রাজ্জাক, আতিউর রহমান বিপ্লব,আবু তাহের, আসাদুজ্জামান সবুজ, আব্দুল আলিম, সামাদ মল্লিক, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. জানিফ, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তার মিলন, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শেখ সামি তাপু, দামুড়হুদা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আখতারুজ্জামান বাবু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সহসভাপতি মশিউর রহমান রানা, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সেবা, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা ইমরান আহাম্মেদ, রুস্তম আলী বুদো, ইব্রাহিম শেখ ইমরান, ফরহাদ বাউল, শাহিন, হাসানুজ্জামান লাল্টু, পৌর স্বেচ্ছাসেবক লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, ইলিয়াস হোসেন, আকাশ, ইমরান শেখ, পিকন, পাপেল, রুবেল, এস আহমেদ রাকিব, উজ্জ্বল, শুভ, শাওন, জোরারপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক বাবু, কুতুবপুর ইউনিয়ন সভাপতি আক্তার হোসেন, সহসভাপতি দিলীপ, গড়াইটুপি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রানা, জেহালা ইউনিয়ন সভাপতি রহিদুল ইসলাম, তিতুদাহ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা আলামিন, আইলহাস ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক রাসেল, ১নং ওয়ার্ড সভাপতি ওয়াশিম মিয়া, সাধারণ সম্পাদক মামুন খন্দকার, ২নং ওয়ার্ড সভাপতি ফারুক হোসেন, ৩নং ওয়ার্ড সভাপতি নাজমুল, সাধারণ সম্পাদক টোকন, সাংগঠনিক সেলিম মল্লিক, ৪নং ওয়ার্ড সভাপতি পিন্টু, ৬নং ওয়ার্ড সভাপতি উজ্জ্বল হোসেন, ৭নং ওয়ার্ড সভাপতি সজিব, সাধারণ সম্পাদক আবুল কাশেম, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আলমগীর কবির, ৯নং ওয়ার্ড সাধারণ সম্পাদক সুমন, সাবেক জেলা ছাত্রলীগের সদস্য, পৌর সাংগঠনিক সম্পাদক গাজী ইমদাদুল হক সজল, রাকিবুল হাসান নিপ্পন, রাকিব, পাপন হাসান সবুজ, আরিফিন সজিব, ফারহান রাব্বি, টুটুল, ফয়সাল, হিমেল, আল মামুন, রাইসুল, সাব্বির, স্বাধীন, সাকিব, নাজমুল প্রমুখ।
অপরদিকে, বিএনপি-জামায়াতের অবরোধের নাশকতার প্রতিবাদে চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগ। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টা থেকে নেতা-কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ের সামনে অবস্থা কর্মসূচি পালন করেন জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন। বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচি বানচাল করতে এবং সাধারণ মানুষের স্বাভাবিক চলাফেরা করতে পারে তাদেরকে উৎসাহিত করতে বেলা ১১টায় ভ্যানযোগে চুয়াডাঙ্গা শহরের বড় বাজার, কোর্ট মোড়, একাডেমি মোড়, রেল স্টেশন এলাকায় শো-ডাউন করে জেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দের। এ সময় উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলিজা খাতুন, সদর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কাজলী আক্তার, সাংগঠনিক সম্পাদক স্বপ্না খাতুন চিনি, পূর্ণিমা হালদার, চুয়াডাঙ্গা পৌর ৯নং ওয়ার্ড সভাপতি আরজিনা খাতুন, সাধারণ সম্পাদক বেবি খাতুন, সাংগাঠনিক সম্পাদক মিতা রানী, ৬নং ওয়ার্ড সভাপতি রুপালি খাতুন, সাধারণ সম্পাদক ফাহিমা খাতুন, ২নং ওয়ার্ড কমিটির অর্থ সম্পাদক শিউলি খাতুন, মিমি খাতুনসহ চুয়াডাঙ্গা জেলা ও আলমডাঙ্গা উপজেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ।
এছাড়াও চুয়াডাঙ্গায় ছাত্রলীগের আয়োজনে মিছিল বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার চুয়াডাঙ্গা সরকারি কলেজ ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্রলীগের অন্যতম নেতা মুন্না আজম। প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা সোয়েব রিগান। বক্তব্য রাখেন সদর থানা ছাত্রলীগ নেতা রেদোয়ান রানা, ছাত্রলীগ নেতা সোহাগ, রিমন, সারাফাত, রিয়ন জোয়ার্দ্দার, আসিফ, মেরাজ। এছাড়া আরো বক্তব্য রাখেন সরকারি কলেজ ছাত্রলীগের তরুণ ছাত্রনেতা খালিদ। উপস্থিত ছিলেন রেজোয়ান, রিপন, রকি, মনিম, শান্ত, হামজা, জনি, ইমন, অনিক, ছাব্বির, নাহিয়ান, সিহাব, সিয়াম, স্বাধীন, সাম্য, নাইম, রকিব, টনি, মিঠু, আলিফসহ উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিটের ছাত্রলীগ কর্মীরা। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশের আলোচনা সভাটি পরিচালনা করেন ছাত্রলীগ নেতা সোয়েব স্বাধীন।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘিœত ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে ছাত্রসমাজের মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে খুন-অগ্নিসন্ত্রাস-বোমা হামলাসহ সকল ধরনের অপকর্মের ঠিকাদার আন্তর্জাতিকভাবে স্বীকৃত সন্ত্রাসী সংগঠন বিএনপি-জামায়াতের হরতাল, অবরোধের নামে সারাদেশব্যাপী সন্ত্রাস ও সহিংস তা-বের মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ, শিক্ষাজীবন বিঘিœত ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে আলমডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে। মিছিল ও বিক্ষোভ সমাবেশ উপস্থিত ছিলেন কলেজ ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, উপজেলা ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সাকিব, কলেজ ছাত্রলীগ নেতা আসিফ, শিহাব, পলাশ, রানা, মশিউর, নাহিয়ান, রিয়ন, সাম্য, শোয়েব, দিপু, রুদ্র, বাপ্পি, বাধন, অর্ক, সজিব, রাতুল, সাদ, সাদি প্রমুখ।
দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কলেজ ছাত্রলীগের আয়োজনে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি দর্শনার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলবাজার বঙ্গবন্ধু চত্বরে বিক্ষোভ সমাবেশ করে। এ সময় উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিক, দর্শনা কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, সহসভাপতি রাসেল মামুন, দপ্তর সম্পাদক রায়হান হোসেন, ছাত্রলীগ নেতা বাপ্পি, আক্তার, তামিম প্রমুখ।
মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, ঝিনাইদহের মহেশপুরে বিএনপি ডাকা হরতাল অবরোধের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ করেছে আওয়ামী লীগ কর্মীরা। বৃহস্পতিবার সকালে মহেশপুর কলেজ বাসস্ট্যান্ড আ.লীগ কর্মীরা অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশ করেন। পরে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চলের নেতৃত্বে একটি বিশাল বিএপির ডাকা হরতাল অবরোধের বিরুদ্ধে মিছিল ও বিক্ষোভ সমাবেশ শুরু হয়। এ সময় বিক্ষোভ সমাবেশ মহেশপুর শহরের বিভিন্ন সড়ক প্রর্দশন করে আবার কলেজ বাসস্ট্যান্ডে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন আ.লীগের সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, পৌর আ.লীগের সভাপতি অমল কু-ুু, কৃষক লীগের সভাপতি আব্বাস আলী, সাবেক জেলা পরিষদের সদস্য আসাদ হোসেন, আ.লীগের প্রচার সম্পাদক মুক্তার হোসেন, ফতেপুর সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে জেলা আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মেহেরপুর শহীদ ড. সামছুজোহা নগর উদ্যানে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. মিয়াজান আলী। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য জয়নাল আবেদিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুজিবনগর উপজেলা চেয়ারম্যান জিয়া উদ্দিন বিশ্বাস, মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ গোলাম রসুল, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক এমএএস ইমন, জেলা যুবলীগের আহবায়ক ও মেহেরপুর পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন। সভাপতির বক্তব্যে অ্যাড. ইয়ারুল ইসলাম বলেন, তৃণমূলকে বাঁচাতে হলে আগামী সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে দলীয় প্রার্থীর পরিবর্তন চায় তৃণমূল আওয়ামী লীগ। তিনি আরও বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলকে নৌকার পক্ষে থাকতে হবে। জেলা যুবলীগের যুগ্মআহবায়ক শহিদুল ইসলাম পেরশানের সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা লাভলি ইয়াসমিন, মহিলা নেত্রী রেহেনা মান্নান, মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মামুন, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রেজা, মহাজনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউর রহমান নান্নু, মেহেরপুর পৌরসভার ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আরিফ হোসেন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত হোসেন, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম, জেলা পরিষদের সদস্য ইমতিয়াজ হোসেন মিরন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জসিউর রহমান বকুল, যুগ্মসাধারণ সম্পাদক জুয়েল রানা, জেলা ছাত্রলীগের সাংগঠানিক সম্পাদক মাসুদ রানা প্রমুখ।
এদিকে এর আগে দুপুরের পর থেকে মেহেরপুরের বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের নেতা কর্মীরা শহীদ ড. শামসুজ্জোহা নগর উদ্যানে সমবেত হন। এক পর্যায়ে শহীদ ড. শামসুজ্জোহা নগর উদ্যান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
এদিকে মেহেরপুর জেলা আওয়ামী লীগের উন্নয়ন ও শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলামের নেতৃত্বে মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এদিন বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর শহীদ ড. শামসুদ্দোহা নগর উদ্যানে গিয়েশেষ হয়। মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর আল মামুন, বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুর রেজা, আমঝুপি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আক্তার হোসেন, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল আলম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু মোর্শেদ শোভন সরকার, জেলা শ্রমিক ইউনিয়নের যুগ্মসাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি জশিউর রহমান বকুল।
এদিকে মেহেরপুর সরকারি কলেজ ছাত্রলীগের উদ্যোগে, হরতাল অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধ। শিক্ষাজীবন বিঘিœত ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীল সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। একই দুপুরের দিকে মেহেরপুর সরকারি কলেজ চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুবউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুলকার নাইন বায়াজিদ, ছহিউদ্দীন ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের নেতা এসএম রাতুল, মহাজনপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ইমাম হোসেন ইমন প্রমুখ। এদিকে এর আগে হরতাল অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণের অগ্রযাত্রা রোধ। শিক্ষাজীবন বিঘিœত ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীল সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি সরকারি কলেজ চত্বর থেকে শুরু করে কলেজ মোড় ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More