কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে মালবাহী ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা (৩২) এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশের আদিবাসী কোলপট্টির সামনে মিরপুর-পোড়াদহ ডাউন লাইনের ওপর থেকে এ মরদেহটি উদ্ধার করে পোড়াদহ জিআরপি থানা পুলিশ।
ডমরপুর রেলওয়ে স্টেশনের পোটার শহিদুল ইসলাম জানান, সকালে মরদেহটি দেখে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে ওই যুবকের নাম পরিচয় জানা যায়নি। করোনা মহামারী দেখা দেবার পর থেকেই সীমিত আকারে শুধু মালবাহী ট্রেন চলাচল করে। ধারনা করা হচ্ছে রাতে কোনো মালগাড়িতে কাটা পড়েছে সে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে রেল লাইনের উপরে মরদেহটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পোড়াদহ রেলওয়ে থানা পুলিশে খবর দিলে তারা অজ্ঞাতনামা ওই ব্যক্তির মরদেহটি উদ্ধার করে নিয়ে গেছে। এ ব্যাপারে পোড়াদহ জিআরপি থানা পুলিশের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।