কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার মিরপুরে এক ভুয়া পুলিশ আটক হয়েছে। শুক্রবার (১৯ জুন) রাতে স্থানীয় জনগণ ওই ভুয়া পুলিশকে আটক করে স্থানীয় থানায় সোপর্দ করে। শনিবার (২০ জুন) দুপুরে মিরপুর থানা পুলিশ আটককৃত ভুয়া পুলিশকে আদালতে সোাপর্দ করে। বিজ্ঞ আদালত তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেন।
মিরপুর থানার অফিসার ইনচার্জ আবুল কালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আটিগ্রাম ধাপাড়ীপাড়া এলাকায় আমলা খামারপাড়ার নুরুজ্জামান খানের ছেলে ফিরোজ খান (৩০) ও কুষ্টিয়া সদর উপজেলার বাড়াদী স্কুলপাড়ার মতিয়ার রহমান মন্টুর ছেলে পারভেজ হাসান ওরফে সুমন (৪০) নিজেদেরকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে পথচারীদের নিকট থেকে নগদ অর্থ ও মালামাল ছিনতাই করছিলো। এ সময়ে তারা ওই গ্রামের আবুছদ্দিন মন্ডলের ছেলে মামুন চানাচুর কোম্পানীর ডি এস আর আবু বক্কর মন্ডলের নিকট থেকে দুইটি মোবাইল ফোন ও নগদ এগারো হাজার ৩শ’ টাকা ছিনিয়ে নেয়। বিষয়টি তার সন্দেহ হলে স্থানীয় জনগণের সহযোগিতায় সে ফিরোজ খানকে আটক করে স্থানীয় থানায় সোপর্দ করে। এ সময়ে ফিরোজ খানের সহযোগি পারভেজ হাসান ওরফে সুমন পালিয়ে যায়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধা মিরপুর থানায় একটি মামলা হয়েছে।