কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টায় মিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রাণালয়ের অর্থায়নে ও তত্ত্বাবধানে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিংকন বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন মিরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কাশেম জোয়ার্দ্দার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল হাসান, জেলা পরিষদের সদস্য মহাম্মদ আলী জোয়ার্দ্দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার, মিরপুর মহিলা কলেজের অধ্যক্ষ আনোয়ারুজ্জামান বিশ্বাস মজনু প্রমুখ।
এসময় উপস্থিত বিভিন্ন সরকারি দফতরের প্রধানগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, মিরপুর ও আমলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও সুধীজনরা।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গায় প্রথমবারের মতো ভার্চুয়াল পদ্ধতিতে জেলার আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তারা
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ