কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার বটতৈলে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশী সালাম মণ্ডল (৫২) নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সাথে তাকে ৫০ হাজার টাকা অর্থদন্ডে দণ্ডিত করেন অনাদায়ে আরও একবছরের সশ্রম কারাদ-ের আদেশ দেন আদালত। মঙ্গলবার দুপুরের দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল আদালতের বিচারক সৈয়দ হাবিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর সাজাপ্রাপ্ত আসামিকে জেলা কারাগারে প্রেরণ করা হয়। সাজাপ্রাপ্ত হলেন কুষ্টিয়া জেলার বটতৈল এলাকার মৃত পলান ম-লের ছেলে সালাম ম-ল।
মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ৬ ফেব্রুয়ারি গৃহবধূর স্বামী বাড়ীতে না থাকায় বাড়ীর ভেতর প্রতিবেশী অভিযুক্ত সালাম ম-ল রাতে ওই গৃহবধূর বাড়ীতে যান এবং তাকে জোর পূর্বক ধর্ষণ করেন। এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানায় বাদী হয়ে সালামের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করা হয়। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক নিশিকান্ত সরকার অভিযুক্তের বিরুদ্ধে গত ২০২০ সালের ৩১ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এ মামলার রায় ঘোষণা করেন।
এদের মত নরপশুদের কে যাবজ্জীবন না মৃত্যুদণ্ড দেওয়া উচিত