কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার ২৫০শয্যার হাসপাতালে স্বল্পপরিসরে শুরু হয়েছে করোনা রোগী শানাক্ত কার্যক্রম। প্রতিদিন ৯৪টি করে নমুনা পরীক্ষার সিদ্ধান্ত হলেও আজ বৃহস্পতিবার ২৯টি নমুনা পরীক্ষা হবে বলে নিশ্চিত করেছেন ল্যাব ইনচার্জ ডা: নাজনিন রহমান। সকাল ১১টায় শুরু হয় করোনা পরীক্ষা কার্যক্রম। আগামীকাল শুক্রবার সকালে পরীক্ষার ফলাফল পাওয়া যাবে বলেও জানান ইনচার্জ ডা: নাজমীন রহমান। কুষ্টিয়া জেনালে হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. তাপস কুমার জানান, কুষ্টিয়া ছাড়াও মেহেরপুর, চুয়াডাঙ্গা ও রাজবাড়ির কিছু অংশ এই ল্যাবে করোনা পরীক্ষার সুযোগ পাবে।
পূর্ববর্তী পোস্ট
কুষ্টিয়ায় করোনায় চিকিৎসক, পুলিশ, ব্যাংক কর্মকর্তাসহ ৫জন আক্রান্ত
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ