করোনা সঙ্কটে করণীয় বিষয়ে আলমডাঙ্গায় ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা বণিক সমিতিসহ বিভিন্ন সমিতির নেতৃবৃন্দের সাথে করোনা সঙ্কটে করণীয় বিষয়ে মতবিনিময় সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী। গতকাল সকালে উপজেলা হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র উপজেলা আ.লীগের সভাপতি হাসান কাদির গনু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বণিক সমিরি সভাপতি আলহাজ মকবুল হোসেন, সম্পাদক আলহাজ মীর শফিকুল ইসলাম, উপজেলা আ.লীগের সহ-সভাপতি আলহাজ লিয়াকত আলী লিপু মোল্লা, কাপড়পট্টি সমিতির সভাপতি আলহাজ গোলাম রহমান সিঞ্জুল, জেলা পরিষদের সদস্য আবু মুসা, সাংগঠনিক সম্পাদক আলম হোসেন, মৎস্য আড়ৎ সমিতির সহ-সভাপতি মাহমুদুল হাসান চঞ্চল, গার্মেন্টস মালিক সমিতির সহ-সভাপতি সেলিম হোসেন, সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, ক্যাশিয়ার আব্দুল মালেক, শাহবুদ্দিন বাবলু, মুদি ও মনোহারী সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন, ক্লিনিক মালিক সমিতির সভাপতি প্রতিনিধি লিয়ন, বেকারী মালিক সমিতির সভাপতি মিনারুল ইসলাম প্রমুখ।