দর্শনা অফিস: বিশ্বব্যাপী প্রাণঘাতী করেনা ভাইরাস মহামারি আকার ধারণ করেছে। ঈদুল ফিতরকে সামনে রেখে গোটা দেশে শপিংমলগুলোতে লকডাউন শিথিল করেছে সরকার। দর্শনা রেলবাজারের প্রতিটি অলি-গলি ঘুরে ব্যবসায়ী ও ক্রেতা সাধারণকে করোনা প্রতিরোধে সতর্ক ও সচেতনতার কথা বললেন চুয়াডাঙ্গা-২ আসনের তিনবারের নির্বাচিত সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।
গতকাল মঙ্গলবার বেলা ১১ টার দিকে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দর্শনা রেলবাজার পরিদর্শনকালে এমপি আলী আজগার টগর প্রায় প্রত্যেক দোকানীর সাথে কথা বলেন। সেই সাথে কথা বলেছেন বাজারে কেনাকাটা করতে আসা ক্রেতা সাধারণদের সাথে। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নির্দেশনাবলী মেনে চলার পাশাপাশি নিরাপদ দূরত্ব বজায় রেখে স্বাস্থ্য সচেতনতার পরামর্শ দেন তিনি। এ সময় এমপি আলী আজগার টগরের সাথে ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান, ওসি (তদন্ত) মাহাবুবুর রহমান, দর্শনা নাগরিক কমিটির সদস্য সচিব গোলাম ফারুক আরিফ, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি টিপু সুলতান, সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা প্রমুখ। এদিকে দর্শনা রেলবাজারের প্রতিটি প্রবেশ দ্বারে বাঁশের বেরিকেট ও স্বেচ্ছাসেবকের ব্যবস্থা করা হয়েছে দোকান মালিক সমিতির পক্ষ থেকে। কোনো প্রকার যানবাহনসহ বাজারের প্রবেশে রয়েছে বাঁশের বেরিকেট। স্বেচ্ছাসেবকরা ক্রেতাদের করোনা ভাইরাস প্রতিরোধে সতর্ক ও সচেতনসহ নিরাপদ দূরত্ব বজায় রেখে কেনাকাটার পরামর্শ দিচ্ছে।