ঢাকা অফিস: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩০৩৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। গতকাল শনাক্ত হয়েছিলেন ২,৭৩৩ জন। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বলা হয়, এ সময়ে মারা গেছেন আরও ৫১ জন।
অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৫১ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে দেশে এখন পর্যন্ত দুই হাজার ৫৪৭ জন মারা গেছেন।
গত এক দিনে ১৩ হাজার ৪৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে আরও ৩০৩৪ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশে ১ লাখ ৯৯ হাজার ৩৫৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গায় মাদকবিরোধি অভিযান অব্যাহত মাদকদ্রব্যসহ আরও ৭ জন গ্রেফতার
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ