দর্শনা অফিস: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজল। করোনা টেস্টে পজেটিভ রিপোর্ট হাতে পাওয়ার পর থেকে তিনি হোম কোয়ারান্টিনে রয়েছেন। গতকাল শনিবার দুপুর দুটোর দিকে ওসি মাহাব্বুরকে দর্শনা থানায় দেখতে আসেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম। সাথে ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার আবু রাসেল। এ সময় অসুস্থ মাহাব্বুর রহমানকে খাওয়ার জন্য বিভিন্ন ধরণের ফল দেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। পাশাপাশি থানার সকল পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সতর্ক ও নিরাপদে থাকার পরামর্শও দেন তিনি। এর আগে সকাল ১০ টার দিকে ওসির স্ত্রীসহ পরিবারের সদস্যরা তাকে দেখতে আসেন। এদিকে নিজের সুস্থতার জন্য সকলের দোয়া চেয়েছেন মাহাব্বুর রহমান কাজল। দর্শনা থানা এলাকায় করোনা প্রতিরোধে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ছুটেছেন ওসি মাহাব্বুর রহমান কাজল। হাট-বাজার, রাস্তা-ঘাটে অবিরাম অভিযানের পাশাপাশি কর্মহীনদের মধ্যে রাতের আধারে খাদ্য সামগ্রী বিতরণে রেখেছেন ভূমিকা। আকস্মিকভাবে কয়েকদিন আগে অসুস্থ হন তিনি। সাধারণ চিকিৎসার পাশাপাশি করোনা টেস্টে নমুনা পাঠানো হয়। গত শুক্রবার রাত ৮ টার দিকে ওসি মাহাব্বুরের করোনা রিপোট পজেটিভ বলে জানতে পারেন। সাথে সাথে তিনি থানার অফিসার্স কোয়ার্টারে হোম কোয়ারাইনটান্টে যান।