এশিয়া কাপ থেকে ফের মাঠে ফিরবেন ক্রিকেটার তামিম ইকবাল
প্রধানমন্ত্রীর নির্দেশে অবসরের ঘোষণা প্রত্যাহার : ভক্তদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস
স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রীর নির্দেশে অবসরের ঘোষণা প্রত্যাহার ভক্তদের বাঁধ ভাঙা উপ্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দীর্ঘসময় আলোচনার পর অবসরের ঘোষণা প্রত্যাহার করে নিয়েছেন ক্রিকেটার তামিম ইকবাল। প্রধানমন্ত্রী তাকে খেলায় ফেরার ‘নির্দেশ’ দিয়েছেন বলেও জানান অভিজ্ঞ এই ব্যাটসম্যান। তবে আপাতত এক-দেড় মাসের বিরতি নিয়ে এশিয়া কাপ থেকে ফের মাঠে ফিরবেন তিনি। তার এ সিদ্ধান্ত ক্রিকেট ভক্তদের জন্য এক দারুণ সুখবর। সমর্থকরা বাঁধ ভাঙা উল্লাসে ফেটে পড়েন। বৃহস্পতিবার চট্টগ্রামের একটি হোটেলে হঠাৎ অবসরের ঘোষণা দেন তামিম ইকবাল। এ খবরের পর তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন বিসিবি কর্তারা। কিন্তু তারা যোগাযোগ করতে পারেননি। এরপর বিসিবি পরিচালকদের সঙ্গে সভার পর মাঝরাতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি। তখন তিনি জানান, ‘কোনোভাবেই তারা তামিমের কাছ থেকে কোনো সাড়া পাচ্ছেন না। বোর্ড প্রধানের মাধ্যমে যোগাযোগ করতে না পেরে প্রধানমন্ত্রী যোগাযোগ করেন সাবেক অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার সঙ্গে। পরে মাশরাফিই তামিম ও তার স্ত্রীকে নিয়ে যান গণভবনে। শুক্রবার দুপুর ২টা ৪০ মিনিটে তারা গণভবনে প্রবেশ করেন। কিছুক্ষণ সবার একসঙ্গে আলোচনা হয়। পরে ডেকে নেয়া হয় বিসিবি সভাপতিকে। পরে তামিম ও তার স্ত্রীর সঙ্গে আলাদা করে ২ ঘণ্টার বেশি সময় কথা বলেন প্রধানমন্ত্রী। এরপর সেখানে ডেকে নেয়া হয় বিসিবি সভাপতি নাজমুল হাসানকে। সন্ধ্যা ৬টার দিকে সেখান থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমকে তামিম জানিয়ে দেন সিদ্ধান্ত বদলের কথা। তামিম বলেন, ‘আজকে দুপুর বেলায় মাননীয় প্রধানমন্ত্রী আমাকে উনার বাসায় আমন্ত্রণ জানিয়েছেন। অনেকক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার অবসর এই মুহূর্তে উঠিয়ে নিচ্ছি। কারণ, আমি সবাইকে ‘না’ বলতে পারি, কিন্তু দেশের যে সবচেয়ে বড় ব্যক্তি, তাকে ‘না’ বলা আমার পক্ষে অসম্ভব। তাতে পাপন ভাই, মাশরাফি ভাই ছিলেন বিগ বিগ ফ্যাক্টর। মাশরাফি ভাই আমাকে ডেকে এনেছেন, পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে এক-দেড় মাসের একটা ছুটিও দিয়েছেন। আমার যা চিকিৎসা আছে বা অন্য কোনো কিছু, মানসিকভাবে যদি আমি ফ্রি হতে পারি…তারপর যা করা দরকার ও তারপর যে খেলাগুলো আছে, আমি ইনশাআল্লাহ খেলব।’ এশিয়া কাপে অধিনায়ক হিসেবে ফিরবেন নাকি খেলোয়াড় হিসেবে, সেই সিদ্ধান্ত এখনো নেননি তামিম। তিনি সংবাদ মাধ্যমকে জানান, বিরতি থেকে ফেরার পর এই সিদ্ধান্ত নেবেন তিনি। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, ‘বিশ্বাস ছিল আলোচনায় বসলেই সব সমাধান হয়ে যাবে। আমার একটা ধারণা হয়েছিল ওর সংবাদ সম্মেলনটা দেখে…কারণ আমি ওদের এত কাছের যে…ও হয়তো ইমোশনাল একটা সিদ্ধান্ত নিয়েছে। আমার একটা বিশ্বাস ছিল যে, ওর সঙ্গে একবার সামনাসামনি যদি বসতে পারি, তাহলে হয়তো এটার একটা সমাধান পাব। আজকে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা সবাই ওর সঙ্গে বসেছিলাম। ও আপনাদের সামনেই বলে গেল, অবসরের যে চিঠিটা দিয়েছে, সেটি তুলে নিচ্ছে। সে অবসর নেয়নি। তবে যেহেতু সে শারীরিক ও মানসিকভাবে সে এখনো ফিট নয়, সেজন্য সে দেড় মাস সময় নিয়েছে। এই দেড় মাসে সে রিহ্যাব করে আশা করি আমাদের ক্রিকেটে ফিরে আসবে। এটা অবশ্যই…সবার জন্যই স্বস্তির। আমাদের অধিনায়ক যদি না থাকে, তাহলে খেলব কীভাবে!’ তামিম ইকবাল অবসরের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণায় উল্লাসে ফেটে পড়েন তামিমের নিজ শহর চট্টগ্রামের মানুষ। শুক্রবার তামিমের বাসভবন চট্টগ্রামের কাজির দেউড়ির সামনে জড়ো হয় সমর্থকরা। তামিমের ক্রিকেটে ফেরার ঘোষণার সঙ্গে সঙ্গে সেখানে উল্লাস করতে থাকেন উপস্থিত সমর্থকরা। এক সমর্থক জানান, তামিম ভাইয়ের ফেরা ঈদের মতো আনন্দ দিচ্ছে। এ ছাড়া বেশকিছু সমর্থক ধন্যবাদ জানান প্রধানমন্ত্রীকে।