বাংলাদেশের আকাশে সোমবার মহররম মাসের চাঁদ দেখা যায়নি বলে ২০ অগাস্ট শুক্রবার আশুরা পালিত হবে। হিজরি মহররম মাসের ১০ তারিখ আশুরায় বাংলাদেশে সরকারি ছুটি থাকে। তবে এবার তা সাপ্তাহিক ছুটির দিনে পড়ল। মহররম মাস শুরুর আগে সোমবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসে। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. নূরুল ইসলাম। সচিব বলেন, “সোমবার বাংলাদেশের আকাশে কোথাও মহররম মাসের চাঁদ দেখা যায়নি। আগামী ১১ অগাস্ট বুধবার থেকে মহররম মাস গণনা শুরু হবে এবং আগামী ২০ অগাস্ট শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে।”১০ মহররম মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক। বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানরা ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে পালন করেন দিনটি।
এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে শহীদ হন। সেই থেকে মুসলিম বিশ্বে কারবালার শোকাবহ ঘটনাকে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে পালন করা হয়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ