এনআইডি-জন্মসনদের তথ্যে মিলবে পাসপোর্ট : অনুমোদনের অপেক্ষা

স্টাফ রিপোর্টার: জনভোগান্তি কমিয়ে পাসপোর্ট সেবা সহজ করার লক্ষ্যে পুলিশ ভেরিফিকেশনের প্রয়োজনীয়তা শিথিল করতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অনুমোদনের জন্য সারসংক্ষেপ তৈরি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। গতকাল সোমবার প্রধান উপদেষ্টার অনুমোদনের জন্য পাঠানো হয়। প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীরের এ তথ্য জানান। নির্দেশনায় বলা হয়, নতুন পাসপোর্টের আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জাতীয় পরিচয়পত্রের তথ্যের ভিত্তিতে আবেদনকারীকে পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট প্রদান করতে হবে। বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিক এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য পাসপোর্ট নতুন আবেদনের ক্ষেত্রে অনলাইনে যাচাইকৃত জন্মনিবন্ধন সনদের তথ্যের ভিত্তিতে আবেদনকারীদের পুলিশ ভেরিফিকেশন ছাড়া পাসপোর্ট প্রদান করতে হবে। পাসপোর্ট আবেদনের তথ্য জাতীয় পরিচয়পত্র ডাটাবেজ বা জন্মনিবন্ধন ডাটাবেজের সঙ্গে যাচাই করা হলে তা বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩এর৫(২) ধারার উদ্দেশ্য পূরণকল্পে প্রয়োজনীয় তদন্ত সম্পন্ন হয়েছে বলে গণ্য করা হবে বলে নির্দেশনা জানানো হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More