স্টাফ রিপোর্টার: চলতি বছরের ২৬ জুন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময় সাতদিন বাড়ানোর আভাস দিয়েছেন শিক্ষা বোর্ডের কর্মকর্তারা। চলতি সপ্তাহেই এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। গতকাল শনিবার বিকেলে তিনি বলেন, ‘এইচএসসির ফরম পূরণের সময় শেষ হলেও অনেকেই তা করতে পারেননি বলে জানতে পারছি। তাই ফরম পূরণের সময় ৭দিন বাড়ানো হবে। আশা করছি রোববার বা সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ‘সব পরীক্ষার্থী যেন ফরম পূরণের সুযোগ পান, সেজন্য এ উদ্যোগ। কোনো পরীক্ষার্থী ফরম পূরণের বাইরে থাকবে না বলে আশা করছি।’ গত ২ মার্চ থেকে থেকে এইচএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। চলে ১০ মার্চ পর্যন্ত। ‘বিলম্ব ফি’ দিয়ে করা গেছে ১৭ মার্চ পর্যন্ত। এবার ফরম পূরণে সর্বোচ্চ ২ হাজার ৭৮৫ টাকা ফি নির্ধারণ করা হয় বিজ্ঞান বিভাগের জন্য। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের লাগে ২ হাজার ২২৫ টাকা। চতুর্থ বিষয় কিংবা ব্যবহারিক পরীক্ষা থাকলে দিতে হয় আরও ১৪০ টাকা। আগামী ২৬ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১০ অগাস্ট পর্যন্ত। ১১ থেকে ২৮ অগাস্ট পর্যন্ত চলবে ব্যবহারিক পরীক্ষা। ২০২৩ সালের সংক্ষিপ্ত বা পুনর্বিন্যাসকৃত সিলেবাসে ২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা হবে। সব বিষয়ে পূর্ণ নম্বরে ও পূর্ণ সময়ে এ পরীক্ষা আয়োজন করা হবে বলে আগেই জানিয়েছিল শিক্ষা বোর্ডগুলো।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.