জীবননগর ব্যুরো: আলমসাধুর ধাক্কায় গুরুতর আহত জীবননগর উপজেলার পেয়ারাতলার আনোয়ার আলী (৮৪) অবশেষে মারা গেছেন।। গত রোববার আলমসাধুর ধাক্কায় তিনি আহত হয়েছিলেন। গতকাল মঙ্গলবার রাতে যশোর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মাত্র কয়েক দিন পূর্বে একই গ্রামের অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক মোতালেব হোসেন মোটরসাইকেলের ধাক্কায় মারা যান।
জানা যায়, পেয়ারাতলা গ্রামের সর্বজন শ্রদ্ধেয় আনোয়ার আলী রোববার সকাল ৮টার দিকে পেয়ারতলা থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুত গতির একটি আলমসাধু তাকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় তিনি মারাত্মক আহত হন। তার পার ভেঙ্গে যায়। তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নেওয়া হয়। অবস্থার উন্নতি না হওয়ায় মুমূর্ষু অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সোমবার রাতে তার ভাঙ্গা পায়ে অস্ত্রপাচার করা হয়। গতকাল রাতে তিনি মারা যান। আজ বুধবার সকাল ৮টায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
নিহত বৃদ্ধ আনোয়ার আলীর ছেলে শুকুর আলী জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৮৮ ব্যাচের একজন শিক্ষার্থী। বর্তমানে তিনি ঢাকার আশুলিয়ায় অবস্থিত মন্ডল গ্রুপের একটি গার্মেন্টেসের জিএম পদে কর্মরত। তার পিতার এ মৃত্যুতে এসএসসি ১৯৮৮ ব্যাচের পক্ষে সভাপতি সাংবাদিক এম আর বাবু ও সাধারণ সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা গভীর শোকপ্রকাশ করে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ