আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা রেল স্টেশনে কপোতাক্ষ ট্রেনে চেন ছিনতাই করার অপরাধে বি.বাড়িয়া ও হবিগঞ্জ জেলার ৩ নারী আটক করা হয়েছে। গতকাল রোববার সকালে খুলনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরে অটোযোগ ছিনতাইকারী তিন মহিলা পালানোর সময় তাদের আটক করে থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।
জানাগেছে, বি.বাড়িয়া জেলার নাসিরনগর থানার ডরমহন গ্রামের শামসুদ্দিনের স্ত্রী আসমা বেগম (৩৫) একই গ্রামের রহিম ওরফে হিরাই মিয়ার স্ত্রী আরজু আক্তার (৪০) ও হবিগঞ্জ জেলার মাধবপুর থানার বাঘাসুড়া গ্রামের জহির মিয়ার স্ত্রী হেলেনা খাতুন (২৫) বেশ কয়েকদিন ধরে শৈলকুপা বাজারে অবস্থান করে সংঘবদ্ধ এ চক্রটি গ্রামে গ্রামে থালা বাসনের ব্যবসার পাশাপশি বাসে ও ট্রেনে ছিনতাই করে বলে বলে অভিযোগ আছে। গতকাল তারা তিনজন আসমা বেগমের বোনের বাড়ি জীবননগর উপজেলার উথলী গ্রামের বকুলের বাড়িতে বেড়াতে যান। গতকাল রোববার সকালে দর্শনা থেকে রাজশাহীগামী কপোতাক্ষ ট্রেনে চড়ে আলমডাঙ্গা স্টেশনে নামেন তারা। নামার সময় একটি সোনার চেন ছিনতাই করে। ছিনতাই করে স্টেশন থেকে নেমে ইজিবাইকযোগে পালানোর সময় এলাকাবাসী তাদের আটক করে আলমডাঙ্গা থানা পুলিশের নিকট তুলে দেয়। তবে স্টেশন থেকে কোন ব্যক্তির চেন ছিনতাই করেছে তা জানা সম্ভব হয়নি। ওই তিন নারী দাবি করেন তারা ১০/১২ দিন আগে তাদের এলাকা থেকে শৈলকুপা বাজারের নিকট একটি ঘর ভাড়া করে থাকেন। সেখানে থেকে বিভিন্ন গ্রামে মেলামাইনের থালাবাসন বিক্রি করে বেড়ান। তারা ব্যবসার ফাঁকে জীবননগর উথলী গ্রামে আত্মীয় বাড়ি থেকে আসার পথে কপোতাক্ষ ট্রেনের এক যাত্রীর চেন ছিনতাই করে। এ সংবাদ লেখাবদি ছিনতাই করা চেন উদ্ধার হয়নি। ওই তিন নারী আলমডাঙ্গা থানা পুলিশের হেফাজতে রয়েছে।