আলমডাঙ্গায় হতদরিদ্র  কৃষকের ধান কেটে দিলো কৃষকলীগ

আলমডাঙ্গা ব্যুরো: চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় হতদরিদ্র কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছে স্থানীয় কৃষকলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে উপজেলার পাইকপাড়া গ্রামের শামসুল ইসলাম ও নজরুল ইসলামের পাঁচ বিঘা জমির ধান কাটেন তারা। উপকৃত কৃষকরা উপজেলা কৃষকলীগের নেতাকর্মিদের কাজে বেশ খুশি। কৃষক শামসুল ইসলাম বলেন, সামনে ঝড়-বৃষ্টির সময়। গ্রামে ধান কাটা শ্রমিক পাওয়া যাচ্ছে না। এ অবস্থায় কৃষকলীগ আমার জমির ধান কেটে দিয়েছে। এতে আমি খুশি। কৃষক নজরুল ইসলাম বলেন, আমার তিন বিঘা জমির ধান কাটতে প্রায় ১৫ হাজার টাকা খরচ হতো। কৃষকলীগের নেতাকর্মীরা আমার ধান কেটে দেয়ায় আমার সে খচর বেঁচে গেলো। আলমডাঙ্গা উপজেলার কৃষকলীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান জানান, করোনা উপসর্গের কারণে এলাকায় শ্রমিক সংকট দেখা দিয়েছে। এতে এলাকার অনেক কৃষক জমিতে থাকা পাকা ধান ঘরে তুলতে পারছেন না। বিষয়টি ভাবিয়ে তোলে কৃষকলীগ নেতৃবৃন্দকে। পরে জেলা কৃষকলীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দারের পরামর্শে দরিদ্র কৃষকদের ধান কেটে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। এর প্রেক্ষিতে মঙ্গলবার সকালে পাইকপাড়া গ্রামের দুই কৃষকের ধান কেটে দেয়া হয়েছে।

তিনি আরো জানান, আমরা পর্যায়ক্রমে বিপাকে পড়া উপজেলার সকল কৃষকের ধান কেটে দেয়ার চেষ্টা করবো। যারাই অসুবিধার কথা জানাবে তাদেরই পাশে দাঁড়াবে কৃষকলীগ।

মঙ্গলবার ধান কাটার সময় উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের সভাপতি গোলাম ফারুক জোয়ার্দ্দার, আলমডাঙ্গা উপজেলা কৃষকলীগ সভাপতি এম আজিজুল হক, সাধারণ সম্পাদক বজলুর রহমানসহ জেলা ও উপজেলা কৃষকলীগের অর্ধশতাধিক নেতাকর্মী।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More