আলমডাঙ্গা ব্যুরো: জেলা বাস-ট্রাক সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের আলমডাঙ্গা শাখার ৪শ’ ড্রাইভার ও হেলপারকে খাদ্যসহায়তা দিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল উপজেলা পরিষদ চত্বর থেকে তিনি এ খাদ্যসহায়তা প্রদান করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলী, আলমডাঙ্গা পৌর মেয়র হাসান কাদির গনু, আলমডাঙ্গা উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, ওসিএলএসডি মিয়ারাজ হুসাইন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, বাস-ট্রাক শ্রমিক ইউনিয়ন আলমডাঙ্গা শাখার সভাপতি রিয়াজ উদ্দিন, সম্পাদক আলাউদ্দিন প্রমুখ।