আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫ জনকে জরিমানা করেছেন। গতকাল দুপুরে উপজেলা সহকারী কমিশনার ভূমি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ন কবীর এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানাগেছে, মহামারি করোনা ভাইরাস মোকাবেলায় দীর্ঘদিন পর সকল দোকানপাট ও গণপরিবহন চলাচল শুরু করেছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. হুমায়ন কবীর আলমডাঙ্গা থানা পুলিশের এসআই আমিনুল ইসলামকে সঙ্গে নিয়ে আলমডাঙ্গা চুয়াডাঙ্গা সড়কের উত্তরা ফিলিং স্টেশনের নিকট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারা মোতাবেক মাস্ক না পরায় ৫ জনকে জরিমানা করেছে। হৃদয়কে ৫শ’ টাকা, মফিজুলকে ৩শ’ টাকা, কনককে ৫শ’ টাকা, রাকিবকে ৩শ’ টাকা, মজিবুলকে ৫শ’ টাকা জরিমানা করেন। পরে বিভিন্ন গণপরিবহণ ও ইজিবাইক সিএনজির যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রেখে ও মুখে মাস্ক দিয়ে চলাচলের জন্য নির্দেশ প্রদান করেন।