স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গায় এক স্কুলছাত্রী পানিতে ডুবে মারা গেছে। নিহত স্কুলছাত্রী সুরাইয়া খাতুন উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে এবং পার্শ্ববর্তী মাজহাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী। সে বাড়ির পাশের মাথাভাঙ্গা নদীতে গোসল করতে গিয়ে রোববার বিকেলে ডুবে মারা যায়।
পুলিশ ও গ্রামসূত্রে জানা গেছে, সুরাইয়া তার বড় বোন সুবাইয়ার সঙ্গে বিকেল ৪টার দিকে মাথাভাঙ্গা নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। গ্রামের লোকজন খবর পেয়ে তাকে খুঁজতে থাকে। বেলা ৫টার দিকে গ্রামবাসী সুরাইয়ার (৮) লাশ উদ্ধার করে। আলমডাঙ্গা থানার ওসি (তদন্ত) মাসুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এছাড়া, আরও পড়ুনঃ