কৃষকদের বঞ্চিত করে টাউটরা যেনো সুবিধা না পায়
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় সরাসরি কৃষকদের নিকট থেকে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান শুরু হয়েছে। গতকাল চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন প্রধান অতিথি হিসেবে ওই সংগ্রহ অভিযান উদ্বোধন করেন। লটারিতে নির্বাচিত উপজেলার মোট ১৩৮৪ জন কৃষক প্রত্যেকে ২৬ টাকা দরে ১ টন করে ধান বিক্রি করতে পারবেন।
উদ্বোধনকালে এমপি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন বলেন, কিছু রাজনৈতিক টাউটের কারণে কৃষকদেরকে এই কৃষিবান্ধব সরকার যে সুবিধা দিচ্ছে তা থেকে তারা বঞ্চিত হচ্ছে। এই টাউট শ্রেণি কৃষকদের হাতে কিছু টাকা ধরিয়ে দিয়ে খাদ্য গুদামে ধান সরবরাহের কার্ড ছিনিয়ে নেয়। সংশ্লিষ্টদের সজাগ থাকতে হবে যেনো এই টাউট শ্রেণি সুযোগ না পায়।
উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলীর সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন, উপজেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান গনু, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ উজজ্জামান লিটু বিশ^াস, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী মারজাহান নিতু, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টার, পৌর আ.লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সম্পাদক ও কাউন্সিলর মতিয়ার রহমান ফারুক, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, আবু সাঈদ পিন্টু, কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্না, আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ আলমগীর কবীর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোফাক্ষারুল ইসলাম, ওসিএলএসডি (ফুড) মিয়া রাজ হোসেন। খাদ্য পরিদর্শক রাকিবুল ইসলামের উপস্থাপনায় উপস্থিত ছিলেন মিল চাতাল মালিক সমিতির সভাপতি ও কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, সম্পাদক তোফাজ্জেল হোসেন, সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক ক্যাপ জয়নাল, কৃষক প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন হানু, পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিন্টু, প্রচার সম্পাদক মিজানুর রহমান রিপন, রেজাউল হক তবা, ইউনিয়ন আ.লীগের সভাপতি সম্পাদকের মধ্যে আসাবুল হক ঠান্ডু, সাজিবার রহমান, হাসানুজ্জামান হান্নান, আশিকুজ্জামান অল্টু, দিদার আলী, অটো রাইস মিল মালিক মনিরুজ্জামান পিন্টু, যুবলীগ নেতা মিজানুর রহমান, টুটুল, পৌর ছাত্রলীগ সভাপতি নয়ন সরকার, ছাত্রলীগ নেতা হাসানুজ্জামান, সাকিব, রকি, সজিব প্রমুখ।