আলমডাঙ্গার হাপানিয়া ক্যাম্প পুলিশের অভিযান – ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীসহ দুই জুড়িয়াকে সাজা ও অর্থদণ্ড
আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক মাদক বিক্রেতা ও সেবীকে কারাদণ্ড এবং পৃথক দুই আইনে ২ জুয়াড়িকে জরিমানা করেছে। মাদক আইন এবং জুয়াখেলা ও সংক্রামক রোগ প্রতিরোধ আইনে তাদেরকে সাজা ও অর্থ দণ্ডাদেশ দেয়া হয় ।
আলমডাঙ্গার হাপানিয়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই গোলাম মোস্তফা গত ৩ জুন দিনগত গভীর রাতে অভিযান চালিয়ে রুইতনপুর গ্রাম থেকে দুই জুয়াড়িকে আটক করে। এসময় আরও কয়েকজন পালিয়ে যায়। আটককৃতরা হলেন রুইতনপুর গ্রামের ইউনুচ আলীর ছেলে শুকুর আলী (২৬) ও আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ (২৫)। এদিকে মুন্সিগঞ্জ ক্যাম্প পুলিশের ইনচার্জ এসআই আছের আলী গড়চাপড়া গ্রামের জালালের ছেলে মাদক বিক্রেতা ও সেবী সজলকে মাদক সেবনকালে আটক করে।
এদেরকে আটক করে উপজেলা নির্বাহী অফিসার লিটন আলীকে সংবাদ দেয়া হয়। তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই জুয়াড়িকে জুয়া আইনে ৬শ’ টাকা করে ১ হাজার ২শ’ টাকা জরিমানা করেন। এছাড়া একই সাথে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে এক জায়গায় উপস্থিত হওয়ায় সংক্রামক রোগ প্রতিরোধ (নির্মূল ও নিয়ন্ত্রণ) আইনে ৬ হাজার টাকা করে মোট ১২ হাজার টাকা জরিমানা করেন। এসময় মাদক বিক্রেতা ও সেবী সজলকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।