আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার মোচাইনগরের নওদাপাড়া থেকে দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৬টার দিকে গ্রামের আব্দুর রশিদের বাড়ি থেকে ককটেল দুটি উদ্ধার করে পুলিশ।
বাড়ির মালিক মোচাইনগরের নওদাপাড়ার আব্দুল মালেক ম-লের ছেলে আব্দুর রশিদ জানান, সকালে ফজরের নামাজে যাওয়ার জন্য ঘরের দরজা খুলে দেখি লাল রঙের টেপ দিয়ে মোড়ানো বল আকৃতি দুইটা বস্তু পড়ে আছে। তখনই আমার স্ত্রীকে ডেকে বিষয়টি দেখায় এবং নামাজ শেষে স্থানীয়দের জানায়। পরে আসমানখালী পুলিশ ক্যাম্পে জানালে ক্যাম্পের ইনচার্জ শাহিনুর রহমান ফোর্স নিয়ে এসে ককটেল দুটি উদ্ধার করে নিয়ে যান। এ বিষয়ে আসমানখালী পুলিশ ক্যাম্পের ইনচার্জ শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে আব্দুর রশিদের বাড়িতে যায়। সেখান থেকে থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেল উদ্ধার করা হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ