মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার মুন্সীগঞ্জে ৫ মাদকসেবীর বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেল ৪ টার দিকে মুন্সিগঞ্জ পশুহাট থেকে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশ মাদক সেবনকালে তাদের আটক করে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী।
জানা গেছে, গতকাল সোমবার বিকেল ৪টার দিকে মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের আইসি এসআই আসের আলী, টু আইসি ইলিয়াস হোসেনসহ সঙ্গীয় ফোর্স ৫ মাদকসেবীকে মাদক সেবন করাকালীন আটক করে। রাত ১১ দিকে আটককৃত গড়গড়ি গ্রামের মেজর আলীর ছেলে রায়হানকে ৪ মাস, একই গ্রামের জাকির হোসেনের ছেলে বাহাদুরকে ২ মাস, সন্টুর ছেলে টনিকে ১ মাস, তেলা মিস্ত্রির ছেলে শাহীনকে ৩ মাস ও খুদিয়াখালী গ্রামের শাহ আলমের ছেলে শাওনকে ৭দিন সাজা দেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলী।
পূর্ববর্তী পোস্ট
দেশে উপসর্গ নিয়ে মৃত্যুই বেশি : ৮৯ ভাগ নমুনা নেয়া হয় মৃত্যুর পর
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ