আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা কোর্টপাড়ার বাসিন্দা সকলের পরিচিত মুখ ঠিকাদার মাহবুব ফিরোজ হায়দার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজেউন)। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। এছাড়াও দীর্ঘদিন ধরে লিভার ও কিডনি রোগে ভুগছিলেন ফিরোজ হায়দার। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৪ বছর। তিনি ১৯৯৯ সালে আলমডাঙ্গা পৌরসভার কমিশনার ছিলেন। এছাড়া তিনি ঠিকাদারী ব্যবসার সাথে জড়িত ছিলেন। মরহুম মাহবুব ফিরোজ হায়দার সদালাপী ও পরিচ্ছন্ন মানসিকতার মানুষ ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় জানাযা শেষে আলমডাঙ্গা দারুস সালাম গোরস্তানে লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সকলের নিকট দোয়া চাওয়া হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
দামুড়হুদায় পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণে ৩ দিনব্যাপী ভ্যাক্সিনেশন প্রশিক্ষণের উদ্বোধন
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ