আমরা যদি নিজ উদ্যোগী হই তাহলে অবশ্যই উৎপাদনে আমূল পরিবর্তন সম্ভব

চুয়াডাঙ্গা-মেহেরপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত : আলোচনাসভায় বক্তারা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ও মেহেরপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। ‘জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে উৎপাদনশীলতা’ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শুক্রবার এ উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। বাঙালী জাতি সৌভাগ্যবান জানিয়েছে বক্তারা বলেন, জাতির পিতার কন্যা দেশ গঠনের দায়িত্ব পেয়েছেন। জাতির পিতার গুণাবলী প্রধানমন্ত্রীর মাঝে রয়েছে। আমরা যদি নিজ উদ্যোগী হই তালে অবশ্যই উৎপাদনে আমূল পরিবর্তন সম্ভব। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। শিক্ষা ও  কৃষির অগ্রগতি হয়েছে। সার্ভিস সেক্টরে সেবার মান বাড়াতে হবে। সেবার মান বেড়েছে। ১০০ বছর না হলে সভ্যতা গড়ে ওঠে না। দুর্নীতি যদি কমতে থাকে তাহলে উন্নয়ন বাড়বে। জাতির পিতা সোনার বাংলা বিনির্মানে বৃটিশ আমল থেকে যা যা করার দরকার তাই করেছেন। মিডিয়া ২১ বছর তাকে ভুলিয়ে রেখেছিলো। জাতির পিতা পরিবার নয়, দেশের কথা ভাবতেন। এখন বাংলার মানুষের মনে বঙ্গবন্ধু।

চুয়াডাঙ্গায় দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার বেলা ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইয়াহ ইয়া খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. জাহিদুল ইসলাম, সোনালী ব্যাংক কোর্টশাখার ম্যানেজার শামসুর রহমান ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে বিসিকের উপ-ব্যবস্থাপক মো. সামসুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক সুফি মো. রফিকুজ্জামান, চেম্বারের সহ-সভাপতি নাসির আহাদ জোয়ার্দ্দার, নাসিবের সহ-সভাপতি মো. কামরুজ্জামান ও কৃষক জাহাঙ্গীর আলম খোকন বক্তব্য রাখেন। এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ও বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তার এবং কৃষকরা উপস্থিত ছিলেন। আলোচনাসভা সঞ্চালনায় ছিলেন সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস।

মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান।’ অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর শিল্পনগরী বিসিকের উপ-ব্যবস্থাপক আশরাফুল ইসলাম, জেলা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আরিফুল এনাম বকুল, মেহেরপুর বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম খোকন, মেহেরপুর টিটিসির ভারপ্রাপ্ত অধ্যক্ষ আরিফ তালুকদার, বাংলাদেশ জাতীয় ক্ষুদ্র কুটির শিল্প সমিতির (নাসিব) জেলা শাখার সভাপতি নাঈমুর রহমান, উদ্যোক্তা আজিজুল ইসলাম সুভিয়া সুলতানা।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, জাতীয় উৎপাদনশীলতা দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আলমডাঙ্গায় ভার্চুয়াল আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ আলোচনা অনুষ্ঠিত হয়। ভার্চুয়াল আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার মো. লিটন আলীর সভাপতিত্বে জুম অ্যাপের মাধ্যমে ভিডিও কনফারেন্সে যোগ দেন উপজেলা প্রকৌশলী আব্দুর রশীদ, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবীদ গোলাম সরোয়ার মিঠু প.প. কর্মকর্তা হাসানুজ্জামান খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানা, আইলহাস ইউপি চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক, আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন, মুদি ও মনোহারী সমিতির সাধারণ সম্পাদক আলাউদ্দিন, গার্মেন্টস মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল্লাহ আল মামুন, ইউপি সচিব নুরুল ইসলাম প্রমুখ।

দামুড়হুদা অফিস জানিয়েছে, দামুড়হুদায় গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় উৎপাদনশীলতা দিবসের আলোচনাসভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস, উপ-সহকারী কৃষি কর্মকর্তা জালাল উদ্দীন, দামড়হুদা উপজেলা কৃষক সংগঠন সিআইজির সভাপতি সামসুল আলমসহ উপজেলার বিভিন্ন গ্রামের কৃষক-কৃষাণীরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে উন্মুক্ত আলোচনা হয়। অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন উপজেলা নির্বাহী অফিসের নাজির ওমর ফারুক।

 

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More