আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল

স্টাফ রিপোর্টার: অ্যাডভোকেট ইকবাল কবিরকে প্রধান উপদেষ্টা করে ‘দেশ জনতা পার্টি’ নামে একটি নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার ঢাকার কারওয়ান বাজারের ইডিবি ট্রেড সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয়া হয়। মো. নুর হাকিমকে চেয়ারম্যান এবং ইদ্রিস আলী নান্টুকে সাধারণ সম্পাদক করে ১০৫ সদস্যের কার্যনির্বাহী কমিটির নামও ঘোষণা করেছে দলটি। দলের ঘোষণাপত্র পাঠ করার সময় চেয়ারম্যান নুর হাকিম বলেন, দলটির লক্ষ্য একটি সুখী, সমৃদ্ধ, উন্নত, ন্যায়সঙ্গত, দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক, উদার গণতান্ত্রিক এবং বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা। তিনি উল্লেখ করেন, দেশ জনতা পার্টি ২০১৬ সালের ১২ ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। ‘জনগণের প্রতিনিধিত্ব করা, তাদের মানবিক মুক্তি ও কল্যাণ নিশ্চিত করা এবং জাতি গঠনে অবদান রাখা’ ছিল দলটির মূল উদ্দেশ্য।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More