নিউজ ডেস্ক:
শবে বরাত উপলক্ষে সিলেটের গোলাপগঞ্জের প্রধান বাজার বকটিসহ গ্রাম-গঞ্জের আনাচে-কানাচে গরু জবাই করা হয়। উপজেলার সবকটি বাজারে গরুর মাংসের দাম কয়েকগুণ বৃদ্ধি করে দিনভর বিক্রি করা হয়।
অসাধু ব্যবসায়ীদের অপতৎপরতা নিয়ে ক্রেতাদের মধ্য সৃষ্টি হয় বিরূপ প্রতিক্রিয়া। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লেখালেখি করেন। এতে টনক নড়ে স্থানীয় প্রশাসনের।
শুক্রবার বিকেলে তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে দাম বেশি রাখা মাংস ব্যবসায়ীদের করা হয় জরিমানা। ফলে তটস্থ হয়ে পড়েন ব্যবসায়ীরা। অনেকে এ সময় দোকান ছেড়ে পালিয়ে যান।
জানা যায়, উপজেলার সদরসহ ঢাকাদক্ষিণ, ভাদেশ্বর, হেতিমগঞ্জসহ সবকটি বাজারে গরু মাংসের দাম বৃদ্ধি করে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়। খবর পেয়ে শুক্রবার বিকালে ঢাকাদক্ষিণ ও পৌর সদরের চৌমুহনীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. গোলাম কবির। ৫টি গরুর মাংসের দোকানে ৮ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কবির শুক্রবার রাতে জানান, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দরে গরুর মাংস বিক্রি করার অপরাধে এবং দোকানে মূল্য তালিকা না থাকায় এ জরিমানা করা হয়। তাছাড়া অপর ২টি মাংসের দোকানদারকে সতর্ক করা হয়।
অভিযানকালে সহযোগিতা করেন থানার পুলিশ ছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর খালেদ আহমদ।
এ সময় পেশকারের দায়িত্বে থাকা মো. লোকমান হোসেন এ তথ্যটি নিশ্চিত করেন।