অগ্নিকান্ডের ৫ দিন পর হুইসেল বাজিয়ে আবারও ছুটলো ‘বেনাপোল এক্সপ্রেস’

স্টাফ রিপোর্টার: আগুনে ক্ষতিগ্রস্ত যাত্রীবাহী ‘বেনাপোল এক্সপ্রেস’ পাঁচদিন পর হুইসেল বাজিয়ে আবারও বেনাপোল-ঢাকা রুটে যাত্রী পরিবহন শুরু করেছে। বৃহস্পতিবার দুপুর ১টায় দিকে যাত্রী নিয়ে ট্রেনটি ছুটে যায় গন্তব্যের উদ্দেশ্যে। এতে স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে। তবে আগামীতে যাতে এমন নাশকতা না ঘটে তাতে নিরাপত্তা বাড়াতে আহ্বান জানিয়েছেন যাত্রীরা। এর আগে গত ৫ জানুয়ারি ট্রেনে আগুন দেয় নির্বাচন বিরোধীরা। আগুনে চারজনকে পুড়িয়ে হত্যা ও চারটি বগি ক্ষতিগ্রস্ত হওয়ায় যাত্রী পরিবহন বন্ধ হয়ে যায়।
রেল বিভাগ সূত্রে জানায়, ঢাকা-বেনাপোল রুটে চলাচলকারী একমাত্র আন্তঃনগর ট্রেন পরিষেবা ‘বেনাপোল এক্সপ্রেস’। ২০১৯ সালের ১৭ জুলাই এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল। গত ৫ জানুয়ারি বেনাপোল এক্সপ্রেস দুপুর ১টায় বেনাপোল থেকে ১৫৪ জন যাত্রী নিয়ে ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে। এদের মধ্যে ৪৯ ছিল ভারত ফেরত পাসপোর্ট যাত্রী। ট্রেনটি যাত্রাপথে ১১টি স্টেশনে বিরতি করে এবং সেসব স্টেশন থেকেও যাত্রী নিয়েছিল। কমলাপুর পৌঁছানোর আগেই গোপীবাগ নামক স্থানে হঠাৎ আগুনে পুড়ে যায় রেলের চারটি কোচ। দগ্ধ হয়ে মারা যায় শিশুসহ চারজন।
‘বেনাপোল এক্সপ্রেস’ ব্যবহারকারীরা জানান, দেশে নোংরা রাজনীতির কারণে নিরাপদ রেল যাত্রা আজ হুমকির মুখে পড়েছে। নাশকতাকারীদের কঠিন শাস্তি হওয়া দরকার। পাঁচদিন পর পুনরায় বেনাপোল এক্সপ্রেস চালু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের মধ্যে।
বেনাপোল আমদানি ও রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানান, প্রতিবছর বেনাপোল বন্দর হয়ে প্রায় ১৮ লাখ পাসপোর্টধারী যাত্রী দুই দেশের মধ্যে যাতায়াত করে। যার বড় একটি অংশ নিরাপদ যাত্রায় বেনাপোল এক্সপ্রেসে চলাচল করে। বুধবার ছাড়া সপ্তাহে ছয়দিন বেনাপোল থেকে যাত্রী নিয়ে পদ্মা সেতু হয়ে ঢাকা যায় বেনাপোল এক্সপ্রেস। এটি দুই দেশে মধ্যে যাতায়াত কারী মানুষের নিরাপদ যাত্রায় সেতু বন্ধন তৈরি করেছে। বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের কাস্টমস বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ জানান, দুদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে ভ্রমণ সহজ করতে প্রধানমন্ত্রী বেনাপোল এক্সপ্রেস উপহার দিয়েছিল। নাশকতা করেছে তাদের শাস্তি দাবি করছি। বেনাপোল রেলওয়ে পুলিশ ফাঁড়ির এটিএসআই বিল্লাল হোসেন জানান, রেল নাশকতামূলক ঘটনা এড়াতে বেনাপোল স্টেশনে যাত্রী ও রেলের নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে। বেনাপোল আন্তর্জাতিক রেলওয়ে স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, পাঁচদিন পর রেল বেনাপোল এক্সপ্রেস আবারও যাত্রী সেবা শুরু করেছে। পুড়ে যাওয়া বগি সৈয়দপুর ওয়ার্কশপে রাখা হয়েছে। নতুন দশটি বগি দিয়ে চলাচল শুরু করছে বেনাপোল এক্সপ্রেস।

 

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More