ফুটবল দলের সাবেক অধিনায়ক বাদল রায় আর নেই
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং সংগঠক বাদল রায় মারা গেছেন। গতকাল রোববার বিকেলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মৃত্যুর সময় বাদল রায়ের বয়স হয়েছিলো ৭৫ বছর। তিনি ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ৮০’র দশকে মোহামেডান স্পোর্টিংয়ে কৃতিত্বের সঙ্গে খেলেছেন বাদল রায়। জাতীয় দলের অধিনায়কও ছিলেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে যুগ্ম সম্পাদক হিসেবে কাজ করার পর টানা তিনবার সহসভাপতি নির্বাচিত হয়েছেন। জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত এই সাবেক ফুটবলার ১৯৯১ সালে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে কুমিল্লার দাউদকান্দি থেকে সংসদ সদস্য পদে নির্বাচন করেছিলেন। এ ফুটবলারের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন চুয়াডাঙ্গা জেলা ফুটবল এসোসিয়েশনের (ডিএফএ, চুয়াডাঙ্গার) সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু।
পূর্ববর্তী পোস্ট
আলমডাঙ্গার খাদিমপুর ইউপির ৪নং ওয়ার্ডের নির্বাচিত সদস্যের শপথগ্রহণ
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ