২০২৭ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের কোচ থাকছেন সিমন্স

স্টাফ রিপোর্টার: দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত জাতীয় দলের হেড কোচ ফিল সিমন্সকে রেখে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর আগে তাকে সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছিল। সে টুর্নামেন্টে দলের হতশ্রী পারফরম্যান্সের পরও দীর্ঘমেয়াদি চুক্তি পেলেন এই ক্যারিবিয়ান কোচ। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তার চুক্তি নবায়নের কথা নিশ্চিত করেছে বিসিবি। দীর্ঘমেয়াদী দায়িত্ব পেয়ে স্বাভাবিকভাবেই উৎফুল্ল সিমন্স, ‘দীর্ঘমেয়াদী ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। এই দলের মধ্যে প্রতিভা অনস্বীকার্য, এবং আমি বিশ্বাস করি আমাদের এক সঙ্গে অসাধারণ কিছু অর্জনের সম্ভাবনা রয়েছে। আমি সামনের যাত্রার জন্য উন্মুখ।’ ‘ইতোমধ্যেই কিছু অসাধারণ খেলোয়াড়ের সঙ্গে কাজ করে আমি এই স্কোয়াডের মধ্যে প্রচুর প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি। তাদের দক্ষতা এবং খেলার প্রতি আবেগ আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে। এক সঙ্গে, আমরা বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারি এবং সত্যিই বিশেষ কিছু তৈরি করতে পারি।’ এই কোচ প্রতিশ্রুতিশীল খেলোয়াড়দের পূর্ণ বিকশিত হওয়ার প্রবল আশা দেখেন, ‘গত কয়েক মাসে বাংলাদেশ দলের সঙ্গে আমার সময় অবিশ্বাস্যভাবে ফলপ্রসূ হয়েছে। এই দলের মধ্যে শক্তি, প্রতিশ্রুতি এবং ক্ষমতা অসাধারণ। আমি এই খেলোয়াড়দের তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে সাহায্য করতে পেরে আনন্দিত।’ বাংলাদেশের আগে জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তানের প্রধান কোচেরও দায়িত্ব পালন করেছেন সিমন্স।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More