হারে শুরু পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি

মাথাভাঙ্গা মনিটর: প্রায় ভুলতে বসা ত্রিদেশীয় সিরিজে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। বোলিংয়ে ছন্নছাড়া দিনে স্বাগতিকরা নিউজিল্যান্ডের কাছে পরাস্ত হয়েছে বড় ব্যবধানে। ফিকে হয়েছে ফখর জামানের দারুণ লড়াই। সপ্তাহখানেক পর শুরু হতে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে প্রস্তুতিতেও এসেছে ধাক্কা। লাহোরে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড কে নিয়ে শুরু হওয়া সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান লড়ে কিউইরা। শাহিন শাহ আফ্রিদিদের হতাশায় ভুগিয়ে ৬ উইকেটে ৩৩০ রান আনে মিচেল স্যান্টনারের দল। জবাবে ২৫২ রানেই অল আউট হয় পাকিস্তান। তারা থামে কিউইদের থেকে ৭৮ রান পেছনে। টস জিতে শনিবার ধীরগতিতে শুরু করেছিল নিউজিল্যান্ড। কিন্তু শেষ পাঁচ ওভারে তা-ব চালিয়েছেন গ্লেন ফিলিপস। ৪৫.৪ ওভারে ২৫৪ থেকে রান তিনশ তো ছাড়িয়েছেই, সংগ্রহ নিয়েছে ৩৩০ পর্যন্ত। ৭৪ বলে ৬ চার ও ৭ ছক্কায় করা ১০৬ রানের ইনিংস খেলেছেন ফিলিপস। নিজের প্রথম সেঞ্চুরির পথে মিশেল ব্রেসওয়েলকে সঙ্গে নিয়ে তা-ব চালিয়েছেন ফিলিপস। এই ৩০ বলে দুজন মিলে করেছেন ৮৪ রান। শেষ ওভারে সেঞ্চুরি পূরণ করার পথে শাহিন শাহ আফ্রিদির এক ওভারেই ফিলিপস নিয়েছেন ২৫ রান। অন্য প্রান্তে অপরাজিত থাকা ব্রেসওয়েল করেছেন ২৩ বলে ১ চার ও ৩ ছক্কায় ৩১ রান। ফিলিপসের আগে ৩৯ রানে ২ উইকেট হারানো নিউজিল্যান্ডকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন কেন উইলিয়ামসন ও ড্যারিল মিচেল। দুজন মিলে গড়েন ১১২ বলে ৯৫ রানের জুটি। উইলিয়ামসন ৮৯ বলে ৫৮ আর মিচেল করেন ৮৪ বলে ৮১ রান। পাকিস্তানের হয়ে সবচেয়ে খরুচে ছিলেন শাহিন আফ্রিদি, তিনিই নিয়েছেন সর্বোচ্চ ৩ উইকেট। জবাবে পাকিস্তানকে ভালো শুরু এনে দেন ফখর জামান। তবে বাবর আজম (১০) ফিরেছেন দ্রুতই। ফখর এক প্রান্তে ঝোড়ো ব্যাটিংয়ে দলের সম্ভাবনা বাঁচিয়ে রাখলেও অন্য প্রান্তে উইকেট পড়েছে নিয়মিত বিরতিতে। ১১৯ রানে ফখর ৮৪ রানে ফিরলে বড় ধাক্কা খায় পাকিস্তান। তা থেকে আর ফিরতেও পারেনি। স্বাগতিকদের বিপক্ষে ৫৩ রান খরচায় তিনটি উইকেট নেন ম্যাট হেনরি। ৪১ রানে তিনজন পাকিস্তানের ব্যাটারকে সাজঘরের পথ দেখান স্যান্টনার। সোমবার একই মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড। পাকিস্তান ১২ ফেব্রুয়ারি প্রোটিয়াদের বিপক্ষে নামবে টিকে থাকার লড়াইয়ে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More